মিলিব না কোনো শর্তে
বিড়াল-ইঁদুরে বুদ্ধি করে, পেতেছে এবার দোস্তি
ফেলে দাও সব ঝগড়া ঝাটি, করব না আর কুস্তি
কিন্তু তাদের স্বভাব দোষে, ভেঙে যায় সব চুক্তি
যার যার মতো চলাতেই নাকি, রয়েছে তাদের মুক্তি
বিড়াল করে বিড়ালের কাজ, ইঁদুর পালায় গর্তে
ইঁদুর বলে মরে গেলেও, মিলিব না কোনো শর্তে
এমনি করে তাহারা দুজন, ইঁদুর-বিড়াল খেলে
একজন হয় মেরাডোনা আর, একজন হয় পেলে
ফেলে দাও সব ঝগড়া ঝাটি, করব না আর কুস্তি
কিন্তু তাদের স্বভাব দোষে, ভেঙে যায় সব চুক্তি
যার যার মতো চলাতেই নাকি, রয়েছে তাদের মুক্তি
বিড়াল করে বিড়ালের কাজ, ইঁদুর পালায় গর্তে
ইঁদুর বলে মরে গেলেও, মিলিব না কোনো শর্তে
এমনি করে তাহারা দুজন, ইঁদুর-বিড়াল খেলে
একজন হয় মেরাডোনা আর, একজন হয় পেলে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সায়েম খান ০৭/১২/২০১৩সাবাস সুমাইয়া, চমৎকার কবিতা লিখেছেন। আমার ব্লগে বেড়াতে আসবেন।
-
אולי כולנו טועים ০৬/১২/২০১৩valo laglo.
-
জি,মাওলা ০৬/১২/২০১৩লড়ায়
সাপ বেজী বহুদিন
লড়ে লড়ে কুস্তি।
অবশেষে দায় ঠেকে
করে ফেলে দোস্তি।
কেও বলে বেশ বেশ
কেও বলে শেষমেশ
হয় না তো মন্দ
তবে কি ?
হতে পারে
একে বারে বন্ধ।