www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাত্র পেলাম

পাত্র পেলাম পাত্র চেয়ে, বিড়ালছানার জন্য
একটা দেখি ডাকাত মতন, একটা সোজা বণ্য

একটা খাবে চিকেন ফ্রাই, একটা করে চুরি
একটা ঘুরে শহর-গ্রামে, সঙ্গে নিয়ে ছুরি

একটা দেখি আটুল-বাটুল, দেখতে লাগে ভূত
একটা মুখে ভ্যাংচি কাটে, তাকায় কুতুর কুত

একটা দেখি সাদামাদা, একটা ভীষণ কালো
একটা দেখি অন্ধা কানা, এক চোখে নেই আলো

একটা দেখি লেঞ্জা মোটা, মস্ত ওলা বিলাই
ছানার জন্য একটি ভালো, পাত্র ক্যামনে মিলাই

দাও না খুঁজে তোমরা আমায়, একটা ভালো পাত্র
বিড়ালছানা কেঁদে মরে, সকাল-বিকেল-রাত্র।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একদম সোজা প্রিয়তে রেখে দিলাম। অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলো।
  • সুলতান মাহমুদ ২৭/১১/২০১৩
    আমার কাছে একটা সুন্দর ঈদুর আছে, বংশ মাসাল্লাহ, পড়ালেখায় খারাপ না, যৌতুক টৌতুক লাগবনা, যদি বিলাই রাজি, কাজী ডাকি আজি।
    বিঃদ্রঃ এই ঈন্দুরটা নিয়মিত টম এন্ড জেরি দেইখ্যা একটু বান্দর হইয়্যা গেছে আর সবই ঠিক আছে।
  • রাখাল ২৬/১১/২০১৩
    আমার কাছে হরেক পাত্র আছে
    নেটে নয় সরাসরি দেখার বলেছি আমি আগে।
    আপনি নেটে ছবি চেয়েছেন, দেখেননি
    জ্বলেছেন বেশ রাগে ।
    এখনো সময় আছে দেখে যান
    মিল মহব্বতের জন্য আপনারটা রেখে যান।
    তানা হলে আপনারটা হবে আইবুড়ু
    কিছুদিন পর পাত্ররা বলবে, এই যা ভাগ ধুরু ।
    • বিড়াল আমার চাঁদের লাহান, জোছনা ভরা মুখ
      দেখলে তাকে এই মনে হয়, আহা ভারী সুখ

      কিন্তু যদি যায়গো ক্ষেপে, খামছি দিবে মুখে
      তিড়িং বিড়িং করলে পরে, থাকবে না কেউ সুখে।

      হুহ!
  • ফয়জুল্লাহ সাকি ২৬/১১/২০১৩
    একটু বলেন পাত্রি কেমন
    কি তার গুণাগুণ,
    বংশে কি কেউ অপবাদের
    মাখছে কালি চুন।
    চেহারা কি মেঘলাকাশে
    তারার ঝলকানি,
    অমাবস্যার আলো নাকি
    রাত যেন চাঁদনি।
    বললে খুলে পয়-পরিচয়
    চেষ্টা করা যায়,
    আমার থেকে বন্ধু যদি
    সাহায্যটা পায়।
    • জাতে-বংশে অনেক ভালো, খায়না চুরি করে
      পাড়াজুড়ে ঘুরবে না সে, থাকে আমার ঘরে

      চাঁদের মতো মুখটা তাহার, জোছনা মাখা গাও
      চিঁচিঁ করে কথা বলে, দেখতে যদি চাও---

      চলে এসো আমার বাড়ি, দেখবে বিড়ালছানা
      প্রশ্ন করে দেখবে তুমি, সব কিছু তার জানা

      পাত্রী আমার অনেক ভালো, তাহার অনেক জ্ঞান
      তারপরেও পাত্র ভালো, পাওনা খুঁজে ক্যান?
  • জহির রহমান ২৬/১১/২০১৩
    পাত্র চাই কেমন যদি সহজ করে বলেন
    পাত্র দেখাতে নিয়ে যাবো যেতে চাইলে চলেন
    • বিড়ালছানার পাত্র চাই, পাত্র নিয়ে আসেন
      লেংরা কানা পাত্র এনে, হা হা করে হাসেন!

      বায়োডাটা দেন না কেনো, কিম্বা পরিচয়
      ডাকাত মতন পাত্র দেখে, পাত্রী পেলো ভয়!
      • জহির রহমান ২৭/১১/২০১৩
        ১.
        ২.


        ৩.


        ছবি দিলাম তিনটি ছানার, ভালো করে দেখেন
        কোনটাকে পছন্দ হয়, এখানেতে লেখেন।
        তারপর বলবো বৈশিষ্ট্য তার, কেমন আচরণ
        কেমন করে সবখানেতে, করে তারা বিচরণ।
 
Quantcast