পাত্র পেলাম
পাত্র পেলাম পাত্র চেয়ে, বিড়ালছানার জন্য
একটা দেখি ডাকাত মতন, একটা সোজা বণ্য
একটা খাবে চিকেন ফ্রাই, একটা করে চুরি
একটা ঘুরে শহর-গ্রামে, সঙ্গে নিয়ে ছুরি
একটা দেখি আটুল-বাটুল, দেখতে লাগে ভূত
একটা মুখে ভ্যাংচি কাটে, তাকায় কুতুর কুত
একটা দেখি সাদামাদা, একটা ভীষণ কালো
একটা দেখি অন্ধা কানা, এক চোখে নেই আলো
একটা দেখি লেঞ্জা মোটা, মস্ত ওলা বিলাই
ছানার জন্য একটি ভালো, পাত্র ক্যামনে মিলাই
দাও না খুঁজে তোমরা আমায়, একটা ভালো পাত্র
বিড়ালছানা কেঁদে মরে, সকাল-বিকেল-রাত্র।
একটা দেখি ডাকাত মতন, একটা সোজা বণ্য
একটা খাবে চিকেন ফ্রাই, একটা করে চুরি
একটা ঘুরে শহর-গ্রামে, সঙ্গে নিয়ে ছুরি
একটা দেখি আটুল-বাটুল, দেখতে লাগে ভূত
একটা মুখে ভ্যাংচি কাটে, তাকায় কুতুর কুত
একটা দেখি সাদামাদা, একটা ভীষণ কালো
একটা দেখি অন্ধা কানা, এক চোখে নেই আলো
একটা দেখি লেঞ্জা মোটা, মস্ত ওলা বিলাই
ছানার জন্য একটি ভালো, পাত্র ক্যামনে মিলাই
দাও না খুঁজে তোমরা আমায়, একটা ভালো পাত্র
বিড়ালছানা কেঁদে মরে, সকাল-বিকেল-রাত্র।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৮/০১/২০১৫একদম সোজা প্রিয়তে রেখে দিলাম। অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলো।
-
সুলতান মাহমুদ ২৭/১১/২০১৩আমার কাছে একটা সুন্দর ঈদুর আছে, বংশ মাসাল্লাহ, পড়ালেখায় খারাপ না, যৌতুক টৌতুক লাগবনা, যদি বিলাই রাজি, কাজী ডাকি আজি।
বিঃদ্রঃ এই ঈন্দুরটা নিয়মিত টম এন্ড জেরি দেইখ্যা একটু বান্দর হইয়্যা গেছে আর সবই ঠিক আছে। -
রাখাল ২৬/১১/২০১৩আমার কাছে হরেক পাত্র আছে
নেটে নয় সরাসরি দেখার বলেছি আমি আগে।
আপনি নেটে ছবি চেয়েছেন, দেখেননি
জ্বলেছেন বেশ রাগে ।
এখনো সময় আছে দেখে যান
মিল মহব্বতের জন্য আপনারটা রেখে যান।
তানা হলে আপনারটা হবে আইবুড়ু
কিছুদিন পর পাত্ররা বলবে, এই যা ভাগ ধুরু । -
ফয়জুল্লাহ সাকি ২৬/১১/২০১৩একটু বলেন পাত্রি কেমন
কি তার গুণাগুণ,
বংশে কি কেউ অপবাদের
মাখছে কালি চুন।
চেহারা কি মেঘলাকাশে
তারার ঝলকানি,
অমাবস্যার আলো নাকি
রাত যেন চাঁদনি।
বললে খুলে পয়-পরিচয়
চেষ্টা করা যায়,
আমার থেকে বন্ধু যদি
সাহায্যটা পায়। -
জহির রহমান ২৬/১১/২০১৩পাত্র চাই কেমন যদি সহজ করে বলেন
পাত্র দেখাতে নিয়ে যাবো যেতে চাইলে চলেন