www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পাত্র চাই

কাণ্ড দেখে বিড়ালছানার, রাগে খালি ঘামছি
থাপড় দিলাম আস্তে করে, ওমনি দিল খামছি

খাবার বেলা মেঁ মেঁ করে, প্লেটে দিবে হাত
ইঁদুর ধরার নাম নেই, ঘুমিয়ে কাটায় রাত

ভীষণ পাজি বিড়ালছানা, থাকবে ফাঁকে ফাঁকে
একটুখানি আদর দিলে, গুড়গুড়িয়ে ডাকে

ভাবছি এখন এই ছানাকে, ক্যামনে দেবো বিয়ে
হাতে যদি পাত্র থাকে, আসেন তো ভাই নিয়ে
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৭১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমাদের প্রিয় বাঘা বিড়াল,
    সভ্য অনেক, করে না চুরি হলে আড়াল।
    দেখতে মাশাল্লাহ, দারুন ফিগারে
    পছন্দ হবেই দেখলে যে বাঘারে।

    রাজসিক ভাব তার, চলন ও বলনে,
    আড়চোখে দেখে সব ঘুমেরও ছলনে!
    খাবারের তালিকায় বেশি কিছু চায় না,
    মাংস - মাছ - দুধ চাই, এই তার বায়না!
  • জহির রহমান ২৫/১১/২০১৩
  • সায়েম খান ২৪/১১/২০১৩
    আমার বাড়ির বিড়ালছানাটার বিয়ের বয়স হয়েছে। খুবই উচ্চ বংশ। আগে আপনার পাত্রীর ছবি দেখি।
  • সায়েম খান ২৪/১১/২০১৩
    আমার বাড়ির বিড়ালছানাটার বিয়ের বয়স হয়েছে। খুবই উচ্চ বংশ। আগে আপনার পাত্রীর ছবি দেখি।
  • রাখাল ২২/১১/২০১৩
    আমার কাছে
    হরেকরকম পাত্র আছে
    কালো ফর্সা লম্বা বেটে
    সরাসরি দেখতে পারেন, বলবোনা কিছু নেটে ।
    • যা বলার ভাই নেটেই বলুন, রাখেন কেন পেটে?
      দেন না কিছু বিড়ালছবি, নেট বলগ ঘেটে।
      • রাখাল ২৩/১১/২০১৩
        কেন বলুন বিড়াল ছবি আমি ঘাটবো নেটে
        আমার কাছে অনেক আছে, বেচবো অল্পরেটে
  • ইসমাত ইয়াসমিন ২২/১১/২০১৩
    সবাই কি সুন্দর কবিতা লেখে, সবচেয়ে মজা পেলাম কমেন্ট এর কবিতাগুলো পড়ে। শুভকামনা রইল।
  • রোদের ছায়া ২২/১১/২০১৩
    আমার বাসায় আছে বেশ নাদুসনুদুস ছানা
    ভাত কিন্তু খায়না মোটেও চিকেনে নেই মানা
    আদর যত্নের গ্যারান্টি পেলে রাজি হবে হয়তো
    পাত্রী সে যেমনি হোক, জামাই ফেলনা নয়তো ।
    • পাত্রী আমার অনেক ভালো, পেয়েছে অনেক আদর
      পাত্রখানা পায় গো যদি, দুষ্টু রাজা বাঁদর
      কামাই তাহার নাই মোটেও, খাবে চিকেন স্যুপ
      কেমনে বলেন এমন কথা, চুপ চুপ চুপ।
  • জহির রহমান ২২/১১/২০১৩
    আছে আমার কাছে পাত্র বিড়াল একখান
    ধবধবে সাদা সে; ডাকলে আনন্দে আটখান

    ইঁদুর মারার ধার ধারেনা, সারা দিন-রাত ঘুমায়
    আলতো করে লাথি মারলেও পায়ে এসে চুমায়

    দু'জনে মানাবে বেশ আনন্দে কাটাবে দিন
    আপু আসুন ছানা দু'টি বিয়ের বাজাই বীণ।
    • যে বিড়ালটা লাথি খেয়ে পায়ে এসে চুমায়
      ইঁদুর ধরার নাম নাই, শুয়ে বসে ঘুমায়
      এটা আবার পাত্র কেমন, ধবধবে রং সাদা
      এর কাছে বিয়ে দিতে, অনেক রকম বাধা।
      এর চে' ভালো পাত্র দেখুন, করতে পারে কামাই
      চটপটে স্মার্ট দেখতে দারুন, সিই ত হবে জামাই
      • জহির রহমান ২২/১১/২০১৩
        আছে একটা কালো বিড়াল তাও তোমায় বলি
        সারাদিন মাতিয়ে রাখে ঘরের সকল গলি
        ইঁদুর-রা সব জড়োসড়ো দেখলে তার ছায়া
        ভীতুর ডিম ইঁদুর ছানার জন্যে লাগে মায়া
        এজন্যইতো বলছি আমি সাদা বিড়ালের কথা
        কারো মনে কষ্ট দেয়না, কেহ পায়না ব্যাথা
        পাত্রীও কিন্তু অলস ভীষণ ইঁদুর ধরেনা ঘরে
        সবকিছুই ঠিক হয়ে যাবে বিয়ে দিলে পরে।
        • দেন তো দেখি বায়োডাটা, সঙ্গে দিবেন ছবি
          লিখে দিবেন তার গুণাগুণ, আর কি আছে হবি
          • জহির রহমান ২২/১১/২০১৩

            সার্চ দিন গুগলেতে লিখে ব্ল্যাক ক্যাট
            দেখতে শুনতে সবি ওকে যদিও একটু ফ্যাট
            কাজ-কর্মে বেজায় পটু ইঁদুরের ঘাড় মটকায়
            মনিব যেন তার পানে একটু সু'নজরে তাকায়
            ঘুমের সময় ঘুমায় সে কাজের সময় কাজ
            মাঝে মাঝে ভুল করলে সে পায় যে খুবই লাজ
            আর কিছু কি জানতে চান জলদি করে বলেন
            সব কিছু ঠিক থাকলে বিয়ে দিয়ে দেই চলেন।
            • বাপরে বাপ কালা বিড়াল মারবে নাকি খামছি
              পাত্রের ভয়ে এই দেখো না
              কেমন করে ঘামছি।
              • জহির রহমান ২৩/১১/২০১৩
                বলেন কি! ভয় পাবেন না- খামছি দিবেনা মোটে
                যদি সে বেকারও থাকে, কাম নাহি জোটে
                বীরের মত চলে বিড়াল চারদিকে সম্মান
                শান্তিতে মানুষ ঘুমাতে থাকে তার অবদান
                এমন পাত্র হাতছাড়া করবেন না আপি
                তারা দু'জন ভালো থাকবে- হবে তারা হ্যাপি!
            • রোদের ছায়া ২২/১১/২০১৩
              বিয়ে হবে, দুই বিড়ালের
              থাকলে রাজি গার্জিয়ান
              দাওয়াত যেন সবাই পাই
              ভাইলা যেন না যান ।
  • দীপঙ্কর বেরা ২২/১১/২০১৩
    ঠিক আছে , চেষ্টা করছি ।
  • রোদের ছায়া ২২/১১/২০১৩
    আগে বলুন কেমন পাত্র চান । আপনার আদুরে বেড়াল ছানার জন্য ভালো পাত্র খুঁজবো।
  • suman ২২/১১/২০১৩
    ভীষন sweet ...
    • সুইট মুইট যাই বলেন, চাইছি একটা পাত্র
      ডিবি ভাইয়ার কাছ থেকে প্রস্তাব পেলাম মাত্র
      • জহির রহমান ২২/১১/২০১৩
        বলেন কি ডিবি আমি কবে থেকে হইলাম?
        আমিতো তারুণ্যে তারুণ্যদীপ্ত ফেস দিলাম!
        • বামে ডি ডানে বি
          আপনি হলেন ডিবি
          নাকি আপনি বলতে চান
          মস্ত বড়ো টিভি?
          • জহির রহমান ২৩/১১/২০১৩
            না-না আমি টিভি নই
            তার চেয়ে ভালো ডিবি হই!

            মানুষ হয়েই থাকতে চাই
            তাতেই খুব আনন্দ পাই।
            • হাসতে হাসতে খিল লেগেছে পেটে,
              এতো মজা করতে পারেন নেটে?
              ছড়ায় ছড়ায় জবাব দিচ্ছে,
              লাগছে ভালই এসব কিচ্ছে!
              • জহির রহমান ১০/০২/২০১৫
                কিচ্ছে টিচ্ছে কিচ্ছু না
                পাত্রির বিয়ে দিচ্ছে না,
                যদি দিত ঠিকই
                হয়ে যেতে মিটই!
 
Quantcast