পাত্র চাই
কাণ্ড দেখে বিড়ালছানার, রাগে খালি ঘামছি
থাপড় দিলাম আস্তে করে, ওমনি দিল খামছি
খাবার বেলা মেঁ মেঁ করে, প্লেটে দিবে হাত
ইঁদুর ধরার নাম নেই, ঘুমিয়ে কাটায় রাত
ভীষণ পাজি বিড়ালছানা, থাকবে ফাঁকে ফাঁকে
একটুখানি আদর দিলে, গুড়গুড়িয়ে ডাকে
ভাবছি এখন এই ছানাকে, ক্যামনে দেবো বিয়ে
হাতে যদি পাত্র থাকে, আসেন তো ভাই নিয়ে
থাপড় দিলাম আস্তে করে, ওমনি দিল খামছি
খাবার বেলা মেঁ মেঁ করে, প্লেটে দিবে হাত
ইঁদুর ধরার নাম নেই, ঘুমিয়ে কাটায় রাত
ভীষণ পাজি বিড়ালছানা, থাকবে ফাঁকে ফাঁকে
একটুখানি আদর দিলে, গুড়গুড়িয়ে ডাকে
ভাবছি এখন এই ছানাকে, ক্যামনে দেবো বিয়ে
হাতে যদি পাত্র থাকে, আসেন তো ভাই নিয়ে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাসউদুর রহমান খান ০৯/০১/২০১৪
-
জহির রহমান ২৫/১১/২০১৩
-
সায়েম খান ২৪/১১/২০১৩আমার বাড়ির বিড়ালছানাটার বিয়ের বয়স হয়েছে। খুবই উচ্চ বংশ। আগে আপনার পাত্রীর ছবি দেখি।
-
সায়েম খান ২৪/১১/২০১৩আমার বাড়ির বিড়ালছানাটার বিয়ের বয়স হয়েছে। খুবই উচ্চ বংশ। আগে আপনার পাত্রীর ছবি দেখি।
-
রাখাল ২২/১১/২০১৩আমার কাছে
হরেকরকম পাত্র আছে
কালো ফর্সা লম্বা বেটে
সরাসরি দেখতে পারেন, বলবোনা কিছু নেটে । -
ইসমাত ইয়াসমিন ২২/১১/২০১৩সবাই কি সুন্দর কবিতা লেখে, সবচেয়ে মজা পেলাম কমেন্ট এর কবিতাগুলো পড়ে। শুভকামনা রইল।
-
রোদের ছায়া ২২/১১/২০১৩আমার বাসায় আছে বেশ নাদুসনুদুস ছানা
ভাত কিন্তু খায়না মোটেও চিকেনে নেই মানা
আদর যত্নের গ্যারান্টি পেলে রাজি হবে হয়তো
পাত্রী সে যেমনি হোক, জামাই ফেলনা নয়তো । -
জহির রহমান ২২/১১/২০১৩আছে আমার কাছে পাত্র বিড়াল একখান
ধবধবে সাদা সে; ডাকলে আনন্দে আটখান
ইঁদুর মারার ধার ধারেনা, সারা দিন-রাত ঘুমায়
আলতো করে লাথি মারলেও পায়ে এসে চুমায়
দু'জনে মানাবে বেশ আনন্দে কাটাবে দিন
আপু আসুন ছানা দু'টি বিয়ের বাজাই বীণ। -
দীপঙ্কর বেরা ২২/১১/২০১৩ঠিক আছে , চেষ্টা করছি ।
-
রোদের ছায়া ২২/১১/২০১৩আগে বলুন কেমন পাত্র চান । আপনার আদুরে বেড়াল ছানার জন্য ভালো পাত্র খুঁজবো।
-
suman ২২/১১/২০১৩ভীষন sweet ...
সভ্য অনেক, করে না চুরি হলে আড়াল।
দেখতে মাশাল্লাহ, দারুন ফিগারে
পছন্দ হবেই দেখলে যে বাঘারে।
রাজসিক ভাব তার, চলন ও বলনে,
আড়চোখে দেখে সব ঘুমেরও ছলনে!
খাবারের তালিকায় বেশি কিছু চায় না,
মাংস - মাছ - দুধ চাই, এই তার বায়না!