মস্ত বড় বিলাই
এই যে দেখুন ঘরের ভেতর, মস্ত বড় বিলাই
ইচ্ছে হলেই যখন তখন, ধরে ধরে কিলাই
কিল খেয়ে সে আরাম করে, থাকবে আশে পাশে
ধরেনি সে একটি ইঁদুর, গেল বারো মাসে
জিগাই তোরে ওরে অলস, খাবি বসে বসে
বলল বিলাই পাইনা ইঁদুর, ঘর দেখেছি চষে
ঘরের ভেতর ইঁদুরছানা, করছে ছুটোছুটি
এই না দেখে বিড়াল আমার, হেসে কুটি কুটি
হাত চলেনা পা চলেনা, মস্ত কড় বিলাই
ইচ্ছে হলেই যখন তখন, ধরে ধরে কিলাই
ইচ্ছে হলেই যখন তখন, ধরে ধরে কিলাই
কিল খেয়ে সে আরাম করে, থাকবে আশে পাশে
ধরেনি সে একটি ইঁদুর, গেল বারো মাসে
জিগাই তোরে ওরে অলস, খাবি বসে বসে
বলল বিলাই পাইনা ইঁদুর, ঘর দেখেছি চষে
ঘরের ভেতর ইঁদুরছানা, করছে ছুটোছুটি
এই না দেখে বিড়াল আমার, হেসে কুটি কুটি
হাত চলেনা পা চলেনা, মস্ত কড় বিলাই
ইচ্ছে হলেই যখন তখন, ধরে ধরে কিলাই
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ১৬/১১/২০১৩
-
সুলতান মাহমুদ ১৪/১১/২০১৩বিলাই টম এন্ড জেরী দেখে ভয়ে ঈদুরকে কিছু বলেনা
-
সাইফুর রহমান ১৩/১১/২০১৩moja pelam
-
suman ১৩/১১/২০১৩খুব সুন্দর ...তবে আমি কিন্তু কিলানোর পক্ষে নই ......
-
জহির রহমান ১২/১১/২০১৩আমার একটা বিড়ালের বাচ্চা ছিল। বাচ্চাটির মা রোড এক্সিডেন্টে মারা যায়। সেই থেকে বাচ্চাটি আমাদের সাথেই থাকতো। বাচ্চাটি খেয়েদেয়ে বেশ হৃষ্টপুষ্ট হয়েছিল। বড়ও হয়েছে দেখার মতো। কিন্তু কিছুদিন আগে বিড়ালটি কই চলে গেছে বলতে পারিনা। বিড়ালটিকে খুব আদর করতাম। বসলে আমার কোলে এসে বসতো, হাটার সময় পায়ের সাথে ঘেঁসে দাঁড়াতো। সেও কিন্তু ইঁদুর মারতো না।
- কবিতাটি ভালো লেগেছে। -
রাখাল ১২/১১/২০১৩পড়া লেখা ফেলে যেমন নেটে থাকে সুমাইয়া
ইঁদুর না ধরে বিলাই, খেয়ে দেয়ে থাকে ঘুমাইয়া ।
যেমন মালিক, তেমন বিলাই
গাটে গাটে আল্লাহ দিয়েছে মিলাই ।
আমিন । -
Înšigniã Āvî ১২/১১/২০১৩
-
সায়েম খান ১২/১১/২০১৩ভাল লাগলো, ধন্যবাদ।
-
ইসমাত ইয়াসমিন ১২/১১/২০১৩ভাল লাগল। শুভেচ্ছা রইল।
দোয়া করি এ ছড়ার ভান্ডার হয়না যেন শেষ
মনটা যখন থাকবে খারাপ পরব তোমার ছড়া
মজা পাবো তখনও যদি মেজাজ থাকে কড়া