আমি নাকি দুষ্টু ভীষণ
চুরি করে ব্লগে বসি, লিখি চুরি করে
দুই দুটা পাহারাদার, বসা আমার ঘরে
আমি নাকি দুষ্টু ভীষণ, মস্ত ফাঁকিবাজ
ব্লগে ব্যারামের জন্য বাবা, আনে কবিরাজ
কাজের ছেরি ট্যারা চোখে, আমায় ফলো করে
পট পটাপট বলে দেবে, আব্বু এলে ঘরে
রুটি বেলার বেলুন নিয়ে, আম্মু দেখায় ভয়
গোল্লা পাবে পরীক্ষাতে, আব্বু রেগে কয়
আশির নিচে নম্বর পেলে, আছে অনেক ফাইন
ঘরের ভেতর এসব নিয়ে, হচ্ছে কঠিন আইন
এত কিছুর পরেও যখন, ছড়া লিখি রোজ
কী ঘটে যে ঘরের ভেতর, কেউ রাখে না খোঁজ!
দুই দুটা পাহারাদার, বসা আমার ঘরে
আমি নাকি দুষ্টু ভীষণ, মস্ত ফাঁকিবাজ
ব্লগে ব্যারামের জন্য বাবা, আনে কবিরাজ
কাজের ছেরি ট্যারা চোখে, আমায় ফলো করে
পট পটাপট বলে দেবে, আব্বু এলে ঘরে
রুটি বেলার বেলুন নিয়ে, আম্মু দেখায় ভয়
গোল্লা পাবে পরীক্ষাতে, আব্বু রেগে কয়
আশির নিচে নম্বর পেলে, আছে অনেক ফাইন
ঘরের ভেতর এসব নিয়ে, হচ্ছে কঠিন আইন
এত কিছুর পরেও যখন, ছড়া লিখি রোজ
কী ঘটে যে ঘরের ভেতর, কেউ রাখে না খোঁজ!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুলতান মাহমুদ ১০/১১/২০১৩দুষ্টরাই এক সময় বিশ্বকে থমকে দেবে
-
রাখাল ১০/১১/২০১৩চুরি করে ব্লগিং করে লিখে আরো ছড়া
কানমলা খাবে, যদি খায় ধরা ।
ধরা খেলেও ভয় নেই, সৃষ্টিতে
বাবা মাও মেনে দিবে ভালো কিছুর দৃষ্টিতে ।
চালিয়ে যাও, লিখে যাও ছড়া আর কবিতা
ভালো তোমারটা চুরি করে বলবো, আমারই তা! -
আফিয়া খাতুন মলি ১০/১১/২০১৩দারুন লেখা। ভালো লাগলো
-
সায়েম খান ১০/১১/২০১৩অসাধারণ ছন্দ...চালিয়ে যান।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১০/১১/২০১৩বরাবরের মতো চমৎকার ছড়া। খুবই ভালো লাগলো আপনার দৈনন্দিন জীবনের ছড়া।
-
দাদা মুহাইমিন চৌধূরী ১০/১১/২০১৩নিজের জীবনের ঘটনা থেকে রস আহরন ও তা নিয়ে লেখা সত্যিই কঠিন। অসাধারন লেখা হয়েছে। খুব ভাল লাগল