ছুটি
পড়ালেখা ছুটি চায়, দিলাম ছুটি
খুশিতে আটখান, হেসে কুটি কুটি
ছুটি চায় পেন্সিল, বই-খাতা-নোট
ছুটি চায় মোজা আর ইশকুল বোট
ছুটি চায় ঝোলাব্যাগ, টিফিনের কাপ
ছুটি চায় কেদারা, জ্যামিতির খাপ
ছুটি নিয়ে ওরা যদি, ফিরে না আসে
ফুটবে কি ফুল আর, সবুজ এই ঘাসে!
খুশিতে আটখান, হেসে কুটি কুটি
ছুটি চায় পেন্সিল, বই-খাতা-নোট
ছুটি চায় মোজা আর ইশকুল বোট
ছুটি চায় ঝোলাব্যাগ, টিফিনের কাপ
ছুটি চায় কেদারা, জ্যামিতির খাপ
ছুটি নিয়ে ওরা যদি, ফিরে না আসে
ফুটবে কি ফুল আর, সবুজ এই ঘাসে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৭/১১/২০১৩
-
দীপঙ্কর বেরা ০৬/১১/২০১৩Besh bhalo i to lglo
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১১/২০১৩খুবই চমৎকার ছড়া।আপনার ছবির মতন।আপনি সত্যিই খুবই হাসি খুশি চঞ্চল।ধন্যবাদ সুন্দর ছড়া উপহার দেওয়ার জন্য।শুভকামনা আপনার জন্য সবসময়।
-
ইসমাত ইয়াসমিন ০৫/১১/২০১৩বাহ।।সুন্দর।
-
মীর শওকত ০৫/১১/২০১৩বাহ.........মনোমুগ্ধকর ।
কদিন পরেই ছুটি হবে, ভেবে জীবন গেলো
ছড়া-গুলো যত পড়ি ততই মুগ্ধ আমি
সত্যি না মিথ্যা বলছি জানে অন্তর্যামি