লেঞ্জা ধরে লাফায় বিড়াল
বেড়া ভেঙ্গে একটি ইঁদুর
ঢুকলো এসে পাকঘরে
কেউ জানে না বিড়ালছানা
বসেছিল তাক করে।
বিড়াল দেখে ইঁদুরছানা
পালায় বেড়া ফাঁক করে
লেঞ্জা ধরে লাফায় বিড়াল
বিরাট বড় হা করে।
ঢুকলো এসে পাকঘরে
কেউ জানে না বিড়ালছানা
বসেছিল তাক করে।
বিড়াল দেখে ইঁদুরছানা
পালায় বেড়া ফাঁক করে
লেঞ্জা ধরে লাফায় বিড়াল
বিরাট বড় হা করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ০২/১১/২০১৩
-
মীর শওকত ০২/১১/২০১৩চমত্কার ছড়া যা পাঠক সহজেই উপলব্ধি করতে পারে ।পাঠক প্রিয়তা পাওয়ার মত ছড়া । খুব ভাল লাগল ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০২/১১/২০১৩চমৎকার ছড়া।ভালোো লাগলো।আপনার সব লেখাই ভালো লাগে।প্রকৃতি ও প্রাণীর সংমিশ্রণ থাকে লেখায়।সেই সাথে সহজবোধ্যতা, যা পাঠক কে আকৃষ্ট করে।ধন্যবাদ।শুভকামনা আপনার জন্য।
খুব ভাল ছড়া পড়ে ভাল লাগল