চোর চোর চোর
ছিঁচকে-চোরে চুরি করে, দেয়াল বেয়ে ফুটছিল
মহল্লার সব ছেলেরা ধরে, আচ্ছাতালে কুটছিল
পিটনি খেয়ে উদোম গায়ে, ওরা যখন কাঁদছিল
ওসব দেখে দুষ্টুরা সব, খিলখিলিয়ে হাসছিল
এমন সময় ওপথ ধরে, আব্বু জোরে হাঁটছিল
বলল গিয়ে হচ্ছেটা কি, কথায় বড় ডাঁট ছিল
এই না ফাঁকে ছিঁচকে-চোরে, ইতিল বিতিল নাচছিল
সটান দৌড়ে পালিয়ে সেদিন, কোনোমতে বাঁচছিল
মহল্লার সব ছেলেরা ধরে, আচ্ছাতালে কুটছিল
পিটনি খেয়ে উদোম গায়ে, ওরা যখন কাঁদছিল
ওসব দেখে দুষ্টুরা সব, খিলখিলিয়ে হাসছিল
এমন সময় ওপথ ধরে, আব্বু জোরে হাঁটছিল
বলল গিয়ে হচ্ছেটা কি, কথায় বড় ডাঁট ছিল
এই না ফাঁকে ছিঁচকে-চোরে, ইতিল বিতিল নাচছিল
সটান দৌড়ে পালিয়ে সেদিন, কোনোমতে বাঁচছিল
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দাদা মুহাইমিন চৌধূরী ০৭/১১/২০১৩অসাধারন ছড়া। একদম মুগ্ধ হয়ে গেছি। এধারার লেখা সচরাচর দেখা যায়না। খুব ভালো লেগেছে আপনার লেখা
-
আরজু নাসরিন পনি ০১/১১/২০১৩ছন্দে ছন্দে বেশ মজার কবিতা ।
শুভেচ্ছা রইল, সুমাইয়া কবির জন্যে ।। -
সাখাওয়াতুল আলম চৌধুরী. ৩১/১০/২০১৩ভালো হয়েছে।
-
রাখাল ৩১/১০/২০১৩ভালো লাগলো, তবে কবিতাটি যার অনুকরণে লিখেছেন, তা লিখলে আরো ভালো হতো ।