বিড়ালের ছানা নিয়ে দাদুবাড়ি খেলছি
হরতাল-অবরোধে ইশকুল চলে না
ক্ষতি হয় হোক গে-কেউ কিছু বলে না
পরীক্ষার হলে বসে লিখব কি খাতাতে
”হরতাল ছিল তাই পড়া নেই মাথাতে”
এইসব লিখে যদি দিয়ে আসি খাতাটা
পড়ে যদি স্যারেদের গরম হয় মাথাটা
খাতা দেখে স্যারে যদি পাড়ে কোনো আণ্ডা
কানমলা ইশকুলে-ঘরে খাব ডাণ্ডা
এইসব ভেবে আমি গাঁয়ে পাখা মেলছি
বিড়ালের ছানা নিয়ে দাদুবাড়ি খেলছি।
ক্ষতি হয় হোক গে-কেউ কিছু বলে না
পরীক্ষার হলে বসে লিখব কি খাতাতে
”হরতাল ছিল তাই পড়া নেই মাথাতে”
এইসব লিখে যদি দিয়ে আসি খাতাটা
পড়ে যদি স্যারেদের গরম হয় মাথাটা
খাতা দেখে স্যারে যদি পাড়ে কোনো আণ্ডা
কানমলা ইশকুলে-ঘরে খাব ডাণ্ডা
এইসব ভেবে আমি গাঁয়ে পাখা মেলছি
বিড়ালের ছানা নিয়ে দাদুবাড়ি খেলছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ঋজু কবি ১৩/১০/২০১৫
-
দাদা মুহাইমিন চৌধূরী ৩০/১০/২০১৩খুব ভাল লাগল। আশা করি নিয়মিত এরকম মজার মজার ছড়া পাবো
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ২৮/১০/২০১৩খুবই সুন্দর একটি ছড়া।যেহেতু ছড়া বিষয় শ্রেণী নেই সেহেতু আপনি কবিতা শ্রেণী তে এটি পোস্ট করতে পারেন।
-
দূরবীণ ২৭/১০/২০১৩ভােলা খুব ভােলা হেয়েছ।
-
রাখাল ২৭/১০/২০১৩চমৎকার!
-
সুমাইয়া বরকতউল্লাহ্ ২৭/১০/২০১৩বিষয়শ্রেণিতে "ছড়া" কথাটি নেই। তাই 'অন্যান্য' শব্দটি দিলাম। ধন্যবাদ।
সময় পেলে আপনার সব কবিতা পড়বো ।
খুব ভালো লাগল আমার...।