আমার একুশ
আমার একুশ
স্বপ্ন ভরা কৃষকের মিষ্টি হাসি,
আমার একুশ মুুক্ত আকাশের
মুক্ত বাতাস।
আমার একুশ
বোনের পায়ের নূপুরের আওয়াজ
আদর মাখা মায়ের নরম, কোমলমতি
দুইখানি হাত।
আমার একুশ
নীলদিগন্তে ফাল্গুন মাসের
বসন্ত বাতাস
আমার একুশ সোনাঝরা
শস্য,শ্যামল,
ফুলে,ফলে,ভরা মৌমাছির
অট্টহাসি।
আমার একুশ
এক,দুই,তিন,চার
দশে মিলে করি কাজ
ক-খ-গ ভাষা আমার
প্রাণের উচ্ছ্বাস।
আমার একুশ
নদী ভরা জল
মাঝির কন্ঠে
ভাটিয়ারি,ভাওয়াইয়া ,পল্লী গান।
আমার একুশ
ভাইয়ের রক্ত রাঙানো ভুলতেই
আমরা নাহি পারি
আমার একুশ
মাতাল মনের গৌরব ধ্বনি।
আমার একুশ
কল্পনাতে রংধনুর সাত টি রঙ্গে
শিল্পাচার্য জয়নুল রং তুলিতে।
আমার একুশ
সোনার তরীর
দেশগৌরবে বিদ্রোহী কবি।
আমার একুশ
নববধূটির ললাটে সিদুঁর
রমনী হাতে নকশিকাঁথা-
দাদীর চাদর।
আমার একুশ
মুজিব সৈনিক রেসকোর্স ময়দান
একুশ আমার বজ্রকণ্ঠে
ভাষানী শেষ ইচ্ছে প্রকাশ।
আমার একুশ
দা,কুড়াল,লগি,বৈঠা বিশ্ব অবাক তাকিয়ে রয় দেশ স্বাধীন করছে যারা।
আমার একুশ
গ্রীষ্ম-বর্ষা-শরৎ-হেমন্ত-শীত-বসন্ত
প্রকৃতির সেরা ষড় ঋতুর প্রানবন্ত।
আমার একুশ
হৃদয়ের আমার বাংলাদেশ
ভাষা শহীদের রক্তমাখা স্মৃতির ইতিহাস।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ১১/০২/২০১৫
-
সবুজ আহমেদ কক্স ১০/০২/২০১৫ছবি টা আরো দারুণ কিভাবে এ্যাড করবো জানালে ভালো হতো ভাই............
-
ফিরোজ মানিক ১০/০২/২০১৫একুশ তুমি উদ্দাম উচ্ছল একুশ তুমি মায়ের চোখের জল।
-
মো ফয়সাল রহমান ০৯/০২/২০১৫kobita darun hoyeche
-
অ ০৯/০২/২০১৫সুন্দর একুশের কবিতা ।
শুভেচ্ছা রইল । -
সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫21 r kobita anek sonnder laglo @@@
-
সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫nice
কবিতাটি।
অনেক শুভেচ্ছা।