আমার স্বপ্ন
আমার স্বপ্ন গুলো ছায়া নিভীড় ঘেরা
মায়া অনেক খানি আলোয় ভরা
সমুদ্রের তরঙ্গ সৈকত অবতরণ করে।
ভালোবাসার আবেগের সুরে,ছন্দের তালে,তালে,
অকৃত্রিম সৌন্দর্য মোহনা ঘিরে,
যে অপরূপ মায়ার তৈরি আকাশের রূপ,
বসন্তের দিনের গাছের পাতা স্পর্শ করে,
পাহাড়ের থেকে ঘসে পড়া
অকৃত্রিম ঝর্ণার মাঝে,
সে স্বপ্নকে আমি খুঁজে পেয়েছি।
আমি চাই না সাগর!
চাই না এই বিশাল
আকাশের চাঁদটা কে!
চেয়েছি আমি সে আলোকিত স্বপনের
এক বৈচিএের আলোর মাঝ থেকে কিঞ্চিৎ রূপ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ০৯/০২/২০১৫সুন্দর লেখা ।।।
-
হাসান কামরুল ০৭/০২/২০১৫দারুণ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৭/০২/২০১৫বেশ রোমান্টিক। ভালো লাগলো।
-
সবুজ আহমেদ কক্স ০৭/০২/২০১৫darun @
-
পিয়ালী দত্ত ০৬/০২/২০১৫খুব ভাল
-
ফিরোজ মানিক ০৬/০২/২০১৫অনেক সুন্দর উপমা, কবিতাটি পড়ে দারুণ লাগলো।
-
আতিক রহমান ০৬/০২/২০১৫লেখা দারুন। বানানের ভুল গুলো আসা করি ইচ্ছাকৃত নয়।
-
নাজমুল আহসান ০৬/০২/২০১৫রুপলাগি দহন জ্বালা । ধন্যবাদ