www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার কাছ থেকে শিখেছি



তোমার কাছ থেকে শিখেছি
একটা মানুষ কি ভাবে খারাপ হতে পারে?
আমি এখন তোমাকে নিয়ে ঘুমায় না
কারণ ঘুম আসেই না!
তুমি কি জানো পনের(১৫)টা উপর সিগারেট এখন লাগে
যদি ও আগে লাগতো তিন(৩)টা!
আমি নেশা করতাম না
এখন নেশায় ডুবে থাকি!!
তোমার টাকার জন্য আমি ভালোবাসি নাই
এখন নেশার জন্য কাউকে না কাউকে
মিথ্যা ভালোবাসা দেখাতে হয়।
তুমি ছাড়া এক দিন ও থাকতে পারি নাই
এখন প্রতিদিন মরণ নিয়ে থাকি।
তুমি বলছ ছেলেরা কাঁদতে পারেনা
অন্ধকার যখন নেমে আসে
সবাই যখন ঘুমিয়ে পরে
আমি তখন খাটের এক কোনে বসে
মুখটা দু হাত চেপে ধরে নীরবে কাঁদি
আমি কতো হাসাতাম এখন বন্ধুরা বলে
তোর কি হয়েছে?
কেন জানি তোকে দেখলে খুব খারাপ লাগে
তুই তার জন্য খারাপ হয়ে গেলি?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পিয়ালী দত্ত ৩০/০১/২০১৫
    খুব ভাল
  • সবুজ আহমেদ কক্স ৩০/০১/২০১৫
    ভালো সো ছবি টা কেমনে দিলেন ভাই...।।জানাবেন............।।
    • সুজন ৩০/০১/২০১৫
      ধন্যবাদ আপনাকে আমার জীবন কবিতা পড়ার জন্য আপনার কথাটা বুঝতে পারলাম না যদি কবিতা সাথে ছবি add করা টা মনে করেন তাহলে ছবিটির url page link copy to paste ।আপনার প্রশ্ন টা বুঝিয়ে বললে উপকার হতো ?
  • ফিরোজ মানিক ২৯/০১/২০১৫
    ছেলেরাও কাঁদে, গুমরে গুমরে কাঁদে।
    • সুজন ৩০/০১/২০১৫
      ধন্যবাদ আপনাকে আমার জীবন কবিতা পড়ার জন্য সত্যিকারের ভালোবাসায় কান্না থাকে!
  • শ্রাবনের মেঘ ২৯/০১/২০১৫
    বেশ লেগেছে
  • ২৯/০১/২০১৫
    বেশ ভালো ।
    • সুজন ৩০/০১/২০১৫
      ধন্যবাদ আপনাকে আমার জীবন কবিতা পড়ার জন্য সত্যিকারের ভালোবাসায় কান্না থাকে!
  • সুন্দর অনুভূতি।
    • সুজন ৩০/০১/২০১৫
      ধন্যবাদ আপনাকে আমার জীবন কবিতা পড়ার জন্য সত্যিকারের ভালোবাসায় কান্না থাকে!
 
Quantcast