ধার দিবেন একটা শীতের কাপড়
মনুষ্য হয়ে আর মনুষ্যত্বের পরিচয় দিন আমি একজন অসহায় মানুষ আল্লাহ কে ভয় করি!! আর করি শীতকে!!!
হে অট্রলীকার মানুষ গুলো তোমাদের নিবেদন করি আমাকে আপনার আলমারি ও টাঙ্কে থেকে বস্তাভরা পড়ে থাকা একটা কাপড় ধার দিবেন?
আপনার প্রাচুর্যে হাত দেবোনা বলবো না টাকা দেন এক্কানা গরম কাপড় কিনি?
হ্যাঁ আমরা এই দুস্ত শিশু,
বস্ত্রহীন মানুষ,অসহায় বৃদ্ধ, আপনার বিবেকের আস্তানা গিয়ে নাস্তানাবুদ করবো না শীত পেরুলেই দিয়ে দেবো দয়াকরে এক্কান কাপড় দেন? হ্যাঁ তাদের মুখ থেকে এই শব্দগুলো
আসলে কোথাও যেন জম্মজম্মান্তের আঘাত লাগে
নিশ্চুপ নির্বোধের মতো তাকিয়ে থাকি?
কি করার আছে টানাপোড়েনের এই সংসারে!
নিশ্চুপ নির্বোধের মতো তাকিয়ে থাকি,আর বলে থাকি হায়রে মানুষ গুলো কত অসহায়?
আর তারে পাশে উচুনিচু দালান কোঠার
মানুষ গুলো যা-
আমরা কিছু করার ক্ষমতা থাকে না
দেনা পাওনা ছাড়া,
চলতে পারিনা
লেটেস্ট মার্সিডিজ দ্বারা,
ঘুমাতে যাইনা এসি ছাড়া?
শীতে আসলে তো
কোনো কথাই নেই কারণ
শীত আমাদের জন্য খুবই আনন্দদায়ক
বিদেশী দামী কম্বল তো আছেই!
কিন্তু একবার কি ভেবেছি?
এই দুস্ত শিশু,বস্ত্রহীন মানুষ ,
অসহায় বৃদ্ধ, কর্মঅক্ষম মানুষগুলো
কিভাবে রাত্রীগুলো কাটাচ্ছে?
আমাদের মত দামি গরম পোশাক তো দূরে থাক,তাদের সামান্য কাপড় টুকু থাকলে ও শীতের কাপড় নেই বল্লে চলে?
সন্তানের বয়সী,ভাইয়ের বয়সী,ছোট ছোট বাচ্চারা এই তীব্র শীত এ কত কষ্টে আছে। অনেকে এই শীত সহ্য করতে না পেরে আমাদের চোখের সামনে মারাও যাচ্ছে । আসুন আমরা যে যা পারি তাই দিয়েই এদের পাশে এসে দাড়াই। এরা আমাদের ই -
এরা আমাদের দিকেই চেয়ে থাকে।
শীতার্ত ব্যাক্তির পাশে দাঁড়ানো আমাদের কতগুলো নীতিগত দায়িত্ব পড়ে তা কথার ফুলঝুড়ি দিয়ে শেষ করা যাবেনা?
শুধু একটাই বলার :
"2015"কে স্বাগত জানিয়ে অন্তত প্রত্যেক ব্যাক্তি একটা করে শীতের কাপড় সাহায্যে করে নতুন বছরের প্রথম দিকে প্রথম ভালো কাজ হিসেবে!!নতুন বছরের প্রথম ভালো কাজ হিসেবে চিহ্নিত করি।
*****সবাইকে নতুন বছরের শুভেচ্ছা*****
হে অট্রলীকার মানুষ গুলো তোমাদের নিবেদন করি আমাকে আপনার আলমারি ও টাঙ্কে থেকে বস্তাভরা পড়ে থাকা একটা কাপড় ধার দিবেন?
আপনার প্রাচুর্যে হাত দেবোনা বলবো না টাকা দেন এক্কানা গরম কাপড় কিনি?
হ্যাঁ আমরা এই দুস্ত শিশু,
বস্ত্রহীন মানুষ,অসহায় বৃদ্ধ, আপনার বিবেকের আস্তানা গিয়ে নাস্তানাবুদ করবো না শীত পেরুলেই দিয়ে দেবো দয়াকরে এক্কান কাপড় দেন? হ্যাঁ তাদের মুখ থেকে এই শব্দগুলো
আসলে কোথাও যেন জম্মজম্মান্তের আঘাত লাগে
নিশ্চুপ নির্বোধের মতো তাকিয়ে থাকি?
কি করার আছে টানাপোড়েনের এই সংসারে!
নিশ্চুপ নির্বোধের মতো তাকিয়ে থাকি,আর বলে থাকি হায়রে মানুষ গুলো কত অসহায়?
আর তারে পাশে উচুনিচু দালান কোঠার
মানুষ গুলো যা-
আমরা কিছু করার ক্ষমতা থাকে না
দেনা পাওনা ছাড়া,
চলতে পারিনা
লেটেস্ট মার্সিডিজ দ্বারা,
ঘুমাতে যাইনা এসি ছাড়া?
শীতে আসলে তো
কোনো কথাই নেই কারণ
শীত আমাদের জন্য খুবই আনন্দদায়ক
বিদেশী দামী কম্বল তো আছেই!
কিন্তু একবার কি ভেবেছি?
এই দুস্ত শিশু,বস্ত্রহীন মানুষ ,
অসহায় বৃদ্ধ, কর্মঅক্ষম মানুষগুলো
কিভাবে রাত্রীগুলো কাটাচ্ছে?
আমাদের মত দামি গরম পোশাক তো দূরে থাক,তাদের সামান্য কাপড় টুকু থাকলে ও শীতের কাপড় নেই বল্লে চলে?
সন্তানের বয়সী,ভাইয়ের বয়সী,ছোট ছোট বাচ্চারা এই তীব্র শীত এ কত কষ্টে আছে। অনেকে এই শীত সহ্য করতে না পেরে আমাদের চোখের সামনে মারাও যাচ্ছে । আসুন আমরা যে যা পারি তাই দিয়েই এদের পাশে এসে দাড়াই। এরা আমাদের ই -
এরা আমাদের দিকেই চেয়ে থাকে।
শীতার্ত ব্যাক্তির পাশে দাঁড়ানো আমাদের কতগুলো নীতিগত দায়িত্ব পড়ে তা কথার ফুলঝুড়ি দিয়ে শেষ করা যাবেনা?
শুধু একটাই বলার :
"2015"কে স্বাগত জানিয়ে অন্তত প্রত্যেক ব্যাক্তি একটা করে শীতের কাপড় সাহায্যে করে নতুন বছরের প্রথম দিকে প্রথম ভালো কাজ হিসেবে!!নতুন বছরের প্রথম ভালো কাজ হিসেবে চিহ্নিত করি।
*****সবাইকে নতুন বছরের শুভেচ্ছা*****
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও(১) ১৮/০১/২০১৫সুন্দর আবেদন। আমাদের গরীবের সাহায্যে এগিয়া আসা উচিত।
-
রক্তিম ০২/০১/২০১৫মানুষের বিবেকের কাছে আবেদন । এখনো মানুষ আছ... আসবেই আসবেই ।
-
অ ০২/০১/২০১৫সুন্দর লেখা ।
শীতে অনেক মানুষ অবর্ণনীয় কষ্টে দিন কাটাচ্ছে ।
আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি ।
বাড়িয়ে দেই একটু সাহায্যের হাত ।