শূন্যতা
শূন্যতা
আমার এত হাসি এতো কান্না
কোথায় যেন হারিয়ে গেলো।
ছোট বেলায় নদীতে সাঁতার কাটা
শিশির ভেজা সবুজ ঘাসে পড়ে থাকা
কখনো আষাঢ় শ্রাবণ বৃষ্টি ভেজা
পঙ্খী রাজের মতো উড়া
জ্যোৎস্না রাতে পূর্ণিমা চাঁদ দেখা
কোথায় যেন হারিয়ে গিয়েছে।
জানিনা আসবে সে দিন গুলি
বন্ধুদের নিয়ে আড্ডা দেয়া
আসবে আবার সে বসন্ত
যে বসন্তের দিনের
মৌমাছি মতো ফুলের মধু খাওয়া।
আনমনে নেচেছি কোকিলের গানের সুরে
বোনের হাতে সে আদর মাখা স্নেহ
মায়ের হাতে মাথায় হাত ভুলিয়ে ঘুম পারানো
এই ভুবন কে নিয়ে হাজারো স্বপ্ন দেখা
কোথায় যেন হারিয়ে গেছে
এখন শুধু শূন্যতা বিরাজ করে প্রতিটি ক্ষণে ক্ষণে।
আমার এত হাসি এতো কান্না
কোথায় যেন হারিয়ে গেলো।
ছোট বেলায় নদীতে সাঁতার কাটা
শিশির ভেজা সবুজ ঘাসে পড়ে থাকা
কখনো আষাঢ় শ্রাবণ বৃষ্টি ভেজা
পঙ্খী রাজের মতো উড়া
জ্যোৎস্না রাতে পূর্ণিমা চাঁদ দেখা
কোথায় যেন হারিয়ে গিয়েছে।
জানিনা আসবে সে দিন গুলি
বন্ধুদের নিয়ে আড্ডা দেয়া
আসবে আবার সে বসন্ত
যে বসন্তের দিনের
মৌমাছি মতো ফুলের মধু খাওয়া।
আনমনে নেচেছি কোকিলের গানের সুরে
বোনের হাতে সে আদর মাখা স্নেহ
মায়ের হাতে মাথায় হাত ভুলিয়ে ঘুম পারানো
এই ভুবন কে নিয়ে হাজারো স্বপ্ন দেখা
কোথায় যেন হারিয়ে গেছে
এখন শুধু শূন্যতা বিরাজ করে প্রতিটি ক্ষণে ক্ষণে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৯/১১/২০১৪ভালো লিখেছেন......
-
অনিরুদ্ধ বুলবুল ১৮/১১/২০১৪অন্যত্র পড়েছি, মন্তব্যও রেখেছি
শুভেচ্ছা কবি - -
মোহাম্মদ তারেক ১৮/১১/২০১৪স্মৃতিকে আশ্রয় করে পুরনো দিন গুলিকে নতুন করে ফিরিয়ে নিয়ে এলেন অসামান্য দক্ষতায়। ভাল লাগল।
-
মঞ্জুর হোসেন মৃদুল ১৮/১১/২০১৪সুন্দর লেখনী
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৮/১১/২০১৪সব কিছুর ই শুরু আছে শেষয়ো হয়ে যায়.................
-
রক্তিম ১৮/১১/২০১৪কে বলছে সব হারিয়ে গেছে । এই আমি বর্ণমালার ছবি এঁকে আমায় দিলেন । সব আছে । ফ্লাশব্যাক করুন । দেখাবেন আপনি নিজেকেই দেখতে পাবেন । ভাল ।
-
ক্যানভাস ১৮/১১/২০১৪সুন্দর
-
ক্যানভাস ১৮/১১/২০১৪ণিচে
-
অনিরুদ্ধ বুলবুল ১৮/১১/২০১৪স্মৃতিচারণমূলক কবিতা পাঠে মনটা উদাস হয়ে গেল। বারবার নিজের স্মৃতি হানা দিচ্ছিল।
শুভেচ্ছা কবি -