আমি
আমি
আমি দেখেছি সমুদ্রের কান্না
দেখেছি বরষা অপরূপ বন্যা।
দেখেছিলাম আমি চাঁদ!রাত কে নিয়ে স্বপ্ন দেখা
সে দেখার মাঝে আমি দেখেছি ভালোবাসার স্বপ্ন।
আমি দেখেছি আকাশকে চাঁদ টিপ পড়াতে
সে আকাশকে নিয়ে জানতে পেরেছি বিশাল
এই ভুবনের মানবের অনাকাঙ্ক্ষিত কষ্টের রূপ।
আমি জেনেছি কষ্টের মাঝে
সে সুখের শ্রাবণ মেঘে পূর্ণ ভরা।
আমি দেখেছি নীল রংয়ের শাড়ী পড়ে
আছে বঁধুয়া রমণী
তার চোখে দেখিলাম অজস্র নয়নের অবিরাম কষ্টের গ্লানি।
আমি জেনেছি ভালবেসেছি
সে দুঃখের মাঝে ও মুক্ত বিহঙ্গে চলেছি।
আমি দেখেছি সমুদ্রের কান্না
দেখেছি বরষা অপরূপ বন্যা।
দেখেছিলাম আমি চাঁদ!রাত কে নিয়ে স্বপ্ন দেখা
সে দেখার মাঝে আমি দেখেছি ভালোবাসার স্বপ্ন।
আমি দেখেছি আকাশকে চাঁদ টিপ পড়াতে
সে আকাশকে নিয়ে জানতে পেরেছি বিশাল
এই ভুবনের মানবের অনাকাঙ্ক্ষিত কষ্টের রূপ।
আমি জেনেছি কষ্টের মাঝে
সে সুখের শ্রাবণ মেঘে পূর্ণ ভরা।
আমি দেখেছি নীল রংয়ের শাড়ী পড়ে
আছে বঁধুয়া রমণী
তার চোখে দেখিলাম অজস্র নয়নের অবিরাম কষ্টের গ্লানি।
আমি জেনেছি ভালবেসেছি
সে দুঃখের মাঝে ও মুক্ত বিহঙ্গে চলেছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/১১/২০১৪বাহ অনেক কিছুই তো দেখেছেন দেখছি। আর আমি দেখলাম আপনাকে। ভালো লিখেছেন।