ঘুড়ি
ঘুড়ি তুমি কার আকাশ উড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
আজো জানতে পারি নাই
তোমায় এতো ভালোবেশে
আপন করে নিয়েছি শুধু
তোমার চাওয়া টা বুঝতে দিলে না!
এতো কাছে পেয়ে অচেনা রয়ে গেলে
নিজের অজান্তে বা জেনে শুনে কোন
অজানা পথে গেলে সে পথের পথিক
হওয়ার অনুভব করার অবকাশ
করলে না কেন এই বিভীষিকা
জীবনের পথে ছেড়ে দিলে
যন্তনায় মানুষ কারনে কাঁদে
সেই আশায় না বরং থাকতাম
সেই টুকু পর্যন্ত স্বার্থপরতা
দেখালে
অবশেষে নিশ্চুপ নিরবতা
মাঝ বিন্দুতে রেখে দিলে!!!
তার আকাশ কি আমার চেয়ে বড়?
আজো জানতে পারি নাই
তোমায় এতো ভালোবেশে
আপন করে নিয়েছি শুধু
তোমার চাওয়া টা বুঝতে দিলে না!
এতো কাছে পেয়ে অচেনা রয়ে গেলে
নিজের অজান্তে বা জেনে শুনে কোন
অজানা পথে গেলে সে পথের পথিক
হওয়ার অনুভব করার অবকাশ
করলে না কেন এই বিভীষিকা
জীবনের পথে ছেড়ে দিলে
যন্তনায় মানুষ কারনে কাঁদে
সেই আশায় না বরং থাকতাম
সেই টুকু পর্যন্ত স্বার্থপরতা
দেখালে
অবশেষে নিশ্চুপ নিরবতা
মাঝ বিন্দুতে রেখে দিলে!!!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ২৯/১০/২০১৪ভাল লিখেছেন । শুভেচ্ছা রইলো ।
-
কৌশিক আজাদ প্রণয় ২৯/১০/২০১৪যন্ত্রণা> যন্তনা , ভালোবেসে> ভালোবেশে ... বানানগুলো চেক করে নিন কবি
-
মোহাম্মদ তারেক ২৯/১০/২০১৪প্রথম দু লাইন বেশ পরিচিত মনে হল....সর্বোপরি কবিকে অভিনন্দন জানাই...
-
অনিরুদ্ধ বুলবুল ২৯/১০/২০১৪কল্পনার ঘুড়ি যতখুশী আকাশে উড়োক কিন্তু লাঠাই থাকবে কবির হাতে। কবিকেই সে ঘুড়ি নিয়ন্ত্রণ করতে হবে। কিছু বানান ঠিক করে নিন সুজন বন্ধু।