www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুলো রোগ

এক যে ছিল রাজপুত্র ছিল আজব রোগ
নতুন বছর এলে পরেই ভুলত সকল শোক।
জয়- পরাজয়ের স্মৃতি হাসি কান্নার সকল মিতি
জীবন থেকে ঘটত ইতি জল ভরা ওই চোখ।

দৃষ্টি শুধু সামনে পানে আকাশেতে হাতটা ছুঁড়ে
বলত তোরে দিলাম ছেড়ে বর্ষ আলোক দূরে।
অমনি খুলত নুতন দুয়ার হর্ষ সাগর ফুলত জোয়ার
নিত্য নতুন শক্ত বাঁধার টপকে বাহুর জোরে।

এমন করে কাটল জীবন সুখের দেশে বাস
জীবন ভরে ছিল নাকো দুঃখ হা-হুতাশ
সঙ্গী তার হুরের রানী শ্রবণহারি কণ্ঠ বানী
বেহেশতের ওই গন্ধ আনি ছড়িয়ে দেয় বাতাস।

রোগটা যদি সবার হত ভালই হত বেশ
দলাদলি আর দুঃখ জরা মুক্ত হত দেশ
ভুলত অবরোধের স্মৃতি রেষারেষির রাজনীতি
কমত জনগনের ভীতি আহা কি শান্তির আবেশ।

HAPPY NEW YEAR
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast