খুঁজে পেয়েছি তাকে
আঁধার নিশীথে সহসা চমকে উঠে
বেহুঁশ মনের জোসনা প্রদীপ জ্বেলে
শীতল পবন ঢোকে বাতায়ন ঠেলে
নির্লজ্জ অনুভূতি সলাজে যায় টুটে
আকাশে কি রোজ অচেনা তারকা ফুটে?
অবুঝ নয়ন তবু তাকে খুঁজে চলে
নীরব কান্নার প্রতিধ্বনি বেজে গেলে
বিনিদ্র রজনীর চুম্বন এঁকে ঠোঁটে।
পেয়েছি হটাত খুঁজে আমার নিঃশ্বাসে
বিষাদ কানন পুষ্প গন্ধ নাকে পাই
সিন্ধু তরঙ্গের প্রতি উত্থান-পতনে
স্বপ্নচারী বিহঙ্গ সদা ভাসে গগনে
ছুঁয়ে দেখিনি, শুধু পেয়েছি কল্পনায়
চির ভাস্বর প্রার্থনা বিধাতা সকাশে।
মিলবিন্যাস : কখখককখখক গঙচচঙগ
বেহুঁশ মনের জোসনা প্রদীপ জ্বেলে
শীতল পবন ঢোকে বাতায়ন ঠেলে
নির্লজ্জ অনুভূতি সলাজে যায় টুটে
আকাশে কি রোজ অচেনা তারকা ফুটে?
অবুঝ নয়ন তবু তাকে খুঁজে চলে
নীরব কান্নার প্রতিধ্বনি বেজে গেলে
বিনিদ্র রজনীর চুম্বন এঁকে ঠোঁটে।
পেয়েছি হটাত খুঁজে আমার নিঃশ্বাসে
বিষাদ কানন পুষ্প গন্ধ নাকে পাই
সিন্ধু তরঙ্গের প্রতি উত্থান-পতনে
স্বপ্নচারী বিহঙ্গ সদা ভাসে গগনে
ছুঁয়ে দেখিনি, শুধু পেয়েছি কল্পনায়
চির ভাস্বর প্রার্থনা বিধাতা সকাশে।
মিলবিন্যাস : কখখককখখক গঙচচঙগ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ১৬/১২/২০১৩একধরনের মোহময় কবিতা মনে হলো। কবিতার ভাষা খুবই ভালো লাগলো আমার। ধন্যবাদ।
-
সুবীর কাস্মীর পেরেরা ১৫/১২/২০১৩খুব ভাল লাগল
-
প্রবাসী পাঠক ১৫/১২/২০১৩ভাল লাগল। বিশেষ করে আপনার ছন্দ বিন্যাস।