বসন্তের কবিতা
বসন্ত ভাবনা
------------
রাত্রির কোনো অধিকার নেই
পথচলতি দিনভাবনায় এক চুরমার ক্রোধে
অন্ধের মতো জ্বলে উঠতে
তবুও দিন বদলায়
রঙবেরঙের নৃত্যের তালে এপাড়া থেকে ওপাড়ায়
বেজে ওঠে বসন্ত উৎসবের গান
যে মেয়েটি কেরোসিনের গন্ধে শশুরের ঘরে জ্বলে গেছে
রাজ্যের খারাপ চিন্তাগুলো ছাই হয়ে
উড়ে যেতে থাকলো কাগজে কাগজে
বসন্তের গান যে পাড়ায় অপরিচিত
থেকে যায় আজও
দৈনন্দিন হত্যা সেখানে কি বসন্ত হয়ে ওঠেনা একবারও
------------
রাত্রির কোনো অধিকার নেই
পথচলতি দিনভাবনায় এক চুরমার ক্রোধে
অন্ধের মতো জ্বলে উঠতে
তবুও দিন বদলায়
রঙবেরঙের নৃত্যের তালে এপাড়া থেকে ওপাড়ায়
বেজে ওঠে বসন্ত উৎসবের গান
যে মেয়েটি কেরোসিনের গন্ধে শশুরের ঘরে জ্বলে গেছে
রাজ্যের খারাপ চিন্তাগুলো ছাই হয়ে
উড়ে যেতে থাকলো কাগজে কাগজে
বসন্তের গান যে পাড়ায় অপরিচিত
থেকে যায় আজও
দৈনন্দিন হত্যা সেখানে কি বসন্ত হয়ে ওঠেনা একবারও
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ১২/০৫/২০২১বাহ
-
আশুতোষ দালাল ০৬/০৪/২০১৭দারুণ
-
মেঘবালিকার রূপকথা ০৬/০৪/২০১৭সুন্দর
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৬/০৪/২০১৭অনেক উন্নত থিমে কাজ করা এক কম্পোজিশন।
ধন্যবাদ