কবিতার রান্নাঘর
শরীরের কিংবা মনের অন্দরমহলের মধ্যে লুকানো
সিন্ধুকটার থেকে
কিছু কিছু করে বের করে আনি
আমার একটু একটু করে জমিয়ে রাখা
মন খারাপের দৃশ্যগুলো
সেগুলোকে একটা না-ধোয়া থালায়
সাজিয়ে নিই
যত্ন করে
আর একসাথে থালা আর দৃশ্যগুলোর
বিশুদ্ধিকরণে মন দিতে থাকি
আমার আজকের অনুভূতিগুলোকে
মশলা করে
ভালোভাবে সাজিয়ে কড়ায় তুলে দিই
আবেগটাকে উষ্ণতা ভেবে নিয়ে
আঁচ দিই আমার রান্নাঘরে
আর এর মাঝেই সময় নিয়ে মশলা
আর সাজানো দৃশ্যগুলোকে নেড়ে নিয়ে
থালা জুড়ে সাজিয়ে তুলি
আমার নিয়মিত বিকেল খোঁজার কাজ
সিন্ধুকটার থেকে
কিছু কিছু করে বের করে আনি
আমার একটু একটু করে জমিয়ে রাখা
মন খারাপের দৃশ্যগুলো
সেগুলোকে একটা না-ধোয়া থালায়
সাজিয়ে নিই
যত্ন করে
আর একসাথে থালা আর দৃশ্যগুলোর
বিশুদ্ধিকরণে মন দিতে থাকি
আমার আজকের অনুভূতিগুলোকে
মশলা করে
ভালোভাবে সাজিয়ে কড়ায় তুলে দিই
আবেগটাকে উষ্ণতা ভেবে নিয়ে
আঁচ দিই আমার রান্নাঘরে
আর এর মাঝেই সময় নিয়ে মশলা
আর সাজানো দৃশ্যগুলোকে নেড়ে নিয়ে
থালা জুড়ে সাজিয়ে তুলি
আমার নিয়মিত বিকেল খোঁজার কাজ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২২/১১/২০১৬valo hoyechey...
-
সোলাইমান ২২/১১/২০১৬সুন্দর হয়েছে কবি।
-
আরিফ মুহাম্মদ ২১/১১/২০১৬কবিতা গঠন ও উপমার ব্যবহার সুন্দর হয়েছে।
-
অঙ্কুর মজুমদার ২১/১১/২০১৬vlo..
-
নিয়াজ আজিজ দ্বীপ ২০/১১/২০১৬ভাল লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ২০/১১/২০১৬ভাবনায় নতুনত্ব আছে।
-
আমি-তারেক ২০/১১/২০১৬onek valo...
-
মোনালিসা ২০/১১/২০১৬খুব ভাল লেগেছে
-
সোলাইমান ২০/১১/২০১৬Nice