বিষন্ন দুপুরের কথা
দিনগুলো এক এক করে ফুরিয়ে আসছে
আর
সবুজ স্বপ্ন আর ঘুমোনোর ইচ্ছাগুলোকে
এখন সাজিয়ে রেখেছি বই আর উঠোনের ধারে
বৃষ্টির পর হালকা রোদ্দুর
এসে ফিরে যায়
সকাল এখন বিষন্ন দুপুরের পথে
চোখের উপকূল ভাগে আছরে পরে ঢেউ৷
সমস্ত দিনগুলো এখন প্রহর গুনে চলে
যুবতি ঝরনা বয়ে নিয়ে যায় রোজ
পেছন থেকে আমি এক মৃত্যুর বার্তা বহনকারী...
আর
সবুজ স্বপ্ন আর ঘুমোনোর ইচ্ছাগুলোকে
এখন সাজিয়ে রেখেছি বই আর উঠোনের ধারে
বৃষ্টির পর হালকা রোদ্দুর
এসে ফিরে যায়
সকাল এখন বিষন্ন দুপুরের পথে
চোখের উপকূল ভাগে আছরে পরে ঢেউ৷
সমস্ত দিনগুলো এখন প্রহর গুনে চলে
যুবতি ঝরনা বয়ে নিয়ে যায় রোজ
পেছন থেকে আমি এক মৃত্যুর বার্তা বহনকারী...
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২০/১১/২০১৬bah...
-
সোলাইমান ২০/১১/২০১৬সঠিক কাব্যরস।
-
অঙ্কুর মজুমদার ২০/১১/২০১৬vlo
-
নিয়াজ আজিজ দ্বীপ ১৯/১১/২০১৬valoi