নিজেকে নিয়ে
নিজেকে নিয়ে যদি একটু বেশিই ভেবে নিই
তাহলে
তাহলেই কি আমি অহংকারী হয়ে যাবো
নাকি আমি বরাবরের মতো সেরকম
সাধারণ ডাল ভাত সাজিয়ে যে দিনগুলো
রোজই সাজিয়ে তুলছি একে একে
যখন দেখি ঝরে পড়ছে নিতান্তই দোষগুন ভুলে
বিমর্ষ হয়ে মাথা নিচু করে নিই নিজের ইচ্ছার তাগিদে
হারানো মানুষগুলোকে কবেই হারিয়েছি
ভুলে গেছি
নিজেকে আপন করে বিলিয়ে দেবার প্রথম শর্তগুলো
তাহলে
তাহলেই কি আমি অহংকারী হয়ে যাবো
নাকি আমি বরাবরের মতো সেরকম
সাধারণ ডাল ভাত সাজিয়ে যে দিনগুলো
রোজই সাজিয়ে তুলছি একে একে
যখন দেখি ঝরে পড়ছে নিতান্তই দোষগুন ভুলে
বিমর্ষ হয়ে মাথা নিচু করে নিই নিজের ইচ্ছার তাগিদে
হারানো মানুষগুলোকে কবেই হারিয়েছি
ভুলে গেছি
নিজেকে আপন করে বিলিয়ে দেবার প্রথম শর্তগুলো
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিনায়ক দত্ত ২৮/১১/২০১৬ekhaneo peye gelam sujit tomai,vlo laglo
-
আমি-তারেক ২৪/১১/২০১৬theme vlo
-
অঙ্কুর মজুমদার ২১/১১/২০১৬vlo.
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২০/১১/২০১৬অসম্ভব ভাল লাগলো
-
নিয়াজ আজিজ দ্বীপ ১৯/১১/২০১৬ভাল লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১১/২০১৬ভালো লাগলো।