কবিতা হাওয়া এসেছিলো হাওয়া চলে গেছে
লম্বা বাসটার জানালা দিয়ে মুখ বাড়িয়ে
পুরোনো ফেলে আসা পথ চিনে নিই
ডানদিক বামদিক করে মেলাতে চেষ্টা করি
আসলে আমার চারপাশে কেউ আমায় দেখেছিল কিনা
আমি আজও এই বাসেতেই উঠে বসে আছি
আর এই পথ চলে গেছে
আমায় রাশি রাশি হাওয়া খাইয়ে
কিছুক্ষনের স্তব্ধতা আসে আবার সব মিলিয়ে যায়
মনে পড়ে যায় আমার গতিপথে এখন আমি
অজস্র লোকাল বাসকে টেক্কা দিয়ে চলেছি
মাঝে মাঝে চোখ মুছে নেওয়ার আগেই
ঝাপসা দেখি নিজেকে
হটাৎ হাওয়া এসেছিল , হাওয়া চলে গেছে
একবার...দুবার...তিনবার আমি
মনে মনে চিৎকার করেছি
ধুলো ছুঁয়ে গেছে চোখ
চোখ দুটো খালি বসে আছে কিছুটা পিছুটান হাতে নিয়ে
এখনো মনে পড়ে যায়
হাওয়া এসেছিল , হাওয়া চলে গেছে
পুরোনো ফেলে আসা পথ চিনে নিই
ডানদিক বামদিক করে মেলাতে চেষ্টা করি
আসলে আমার চারপাশে কেউ আমায় দেখেছিল কিনা
আমি আজও এই বাসেতেই উঠে বসে আছি
আর এই পথ চলে গেছে
আমায় রাশি রাশি হাওয়া খাইয়ে
কিছুক্ষনের স্তব্ধতা আসে আবার সব মিলিয়ে যায়
মনে পড়ে যায় আমার গতিপথে এখন আমি
অজস্র লোকাল বাসকে টেক্কা দিয়ে চলেছি
মাঝে মাঝে চোখ মুছে নেওয়ার আগেই
ঝাপসা দেখি নিজেকে
হটাৎ হাওয়া এসেছিল , হাওয়া চলে গেছে
একবার...দুবার...তিনবার আমি
মনে মনে চিৎকার করেছি
ধুলো ছুঁয়ে গেছে চোখ
চোখ দুটো খালি বসে আছে কিছুটা পিছুটান হাতে নিয়ে
এখনো মনে পড়ে যায়
হাওয়া এসেছিল , হাওয়া চলে গেছে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজিত মান্না ১৮/১১/২০১৬সকলকে অসংখ্য ধন্যবাদ আমার কবিতায় মতামত দেওয়ার জন্য।।
-
রাশেদ খাঁন ১৮/১১/২০১৬সুন্দর, ভালো লাগলো
-
জহির রহমান ১৭/১১/২০১৬heart touching!
-
নাইম আহম্মেদ ১৭/১১/২০১৬অনেক সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/১১/২০১৬সুন্দর
-
সুজিত মান্না ১৭/১১/২০১৬সকলকে অসংখ্য ধন্যবাদ।।
-
আমি-তারেক ১৭/১১/২০১৬শুরুটা অনেক ভাল...
-
মোনালিসা ১৭/১১/২০১৬সুন্দ্র
-
আনিসা নাসরীন ১৭/১১/২০১৬হাওয়া এসেছিল, হাওয়া চলে গেছে।
খুব সুন্দর। -
সোলাইমান ১৭/১১/২০১৬সুন্দর