www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রাকরাত্রির অলসতা

বিকেলের বিষন্নতা মুছে গেছে৷রাত্রিটা মগ্ন রয়েছে
এক দীর্ঘ প্রতিক্ষার পথে৷হাওয়া বাতাসগুলো পাশ কাটিয়ে
এখন পথ ধরেছে রাত্রির ডাকে৷আলসেমীটা মিশে গেছে
রাস্তা পারাপারকারী মানুষটির পদাঘাতে৷ঘর সাজানোর মুহুর্তগুলো
হারিয়ে যাচ্ছে জানালায় আগত বাতাসের খবরবারিতে৷
ফিল্টার থেকে জল পরার শব্দে৷ক্ষনিকের মধ্যে ভাবনার
সৃষ্টি হয়েছে গোটা ঘর জুড়ে৷এর মাঝেই হয়তো বৃষ্টিটা
মিশে যেতে পারত আমার জানালাটার সাথে৷তাই বোধহয়
আকাশটা ঝুঁকে পরেছে দোতলার বারান্দাতে৷আর আবহাওয়াটা
আমার মধ্যে সৃষ্টি করেছে সময়ের সাথে বদলে যাওয়া
এক ও অদ্বিতীয় অলসতা আরও কিছুটা অন্যরকম...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৬/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast