আমার ভাষা(3)
তোমরা হাঁটো(হাঁটা-হাঁট,হাঁট+ও=হাঁটো),আপনি পড়েন(পড়+এন),আপনারা যান(যাওয়া-যা,যা+ন=যান)।প্রথম পুরুষের ক্ষেত্রে ক্রিয়ার ধাতুরূপের সঙ্গে (আকারান্ত হলে)'য়' বা 'এ' যোগ হয়;সম্মানার্থে 'ন' বা 'এন' যোগ হয়।যেমন-সে,তারা,ও,ওরা,'যে কোনো নাম' যায়/লেখে।উনি,তিনি,ওনারা খান/পড়েন। ঘটমান বর্তমান কালে উত্তম পুরুষের ক্ষেত্রে ক্রিয়ার মূল ধাতুরূপের সঙ্গে 'ছি' বা (আকারান্ত হলে)'চ্ছি' যোগ হয়।যেমন-আমি,আমরা যাচ্ছি/করছি।মধ্যম পুরুষের ক্ষেত্রে ধাতুরূপের সঙ্গে সম্মানের উচ্চক্রমে 'ছিস' বা 'চ্ছিস','ছো' বা 'চ্ছো','ছেন' বা 'চ্ছেন' যোগ হয়।যেমন-তুই,তোরা পড়ছিস/খাচ্ছিস; তুমি,তোমরা লিখছো/যাচ্ছো; আপনি,আপনারা গাচ্ছেন/লিখছেন।প্রথম পুরুষের ক্ষেত্রে ক্রিয়ার ধাতুরূপের সঙ্গে 'ছে' বা 'চ্ছে' এবং সম্মানার্থে 'ছেন' বা 'চ্ছেন' যোগ হয়।যেমন-সে,তারা,ও,ওরা,'যে কোনো নাম' কাটছে/খাচ্ছে;উনি,তিনি,ওনারা লিখছেন/যাচ্ছেন।সাধারণ অতীত কালে উত্তম পুরুষের ক্ষেত্রে ক্রিয়ার ধাতুরূপের সঙ্গে 'এলাম'(আ কারান্ত হলে আ কার উঠে) বা 'লাম' যোগ হয়।যেমন- আমি,আমরা খেলাম(খা-খ,খ+এলাম=খেলাম)/করলাম। (ক্রমশ)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ১০/০৩/২০১৮ভাল লাগল
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৩/২০১৮ভাষা-সহায়ক।
-
জসিম মাহমুদ ১০/০৩/২০১৮এর দরকার আছে
-
সৌমেন সেন ১০/০৩/২০১৮পাঠে মুগ্ধ হলাম।
শুভ কামনা নিরন্তর।
আমার ক্ষুদ্র পাতায় ঘুরে আসার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়।
(https://www.youtube.com/watch?v=KAffpJeKQww&t=11s)