বিপ্লবীর দেশ
থিতু হওয়া সবার জন্য নয়,
সমর্পণ সবার জন্য নয়,
বাতাসের অনুকূলে পালতোলা
সেও নিতান্তই অন্যদের জন্য;
এবং তুমি এই অন্যদের মধ্যে পড়না।
অতএব,প্রতিকূলে দাঁড় টানার হিম্মত নিয়ে
তোমাকে উদ্বাস্তু হতে হবে
এই জেনে যে,মৃত্যুর পর
তোমার এই দেহের কোনো গতি হবে না;
কারণ সত্যিকারের বিপ্লবীর কোনো দেশ থাকে না।
সমর্পণ সবার জন্য নয়,
বাতাসের অনুকূলে পালতোলা
সেও নিতান্তই অন্যদের জন্য;
এবং তুমি এই অন্যদের মধ্যে পড়না।
অতএব,প্রতিকূলে দাঁড় টানার হিম্মত নিয়ে
তোমাকে উদ্বাস্তু হতে হবে
এই জেনে যে,মৃত্যুর পর
তোমার এই দেহের কোনো গতি হবে না;
কারণ সত্যিকারের বিপ্লবীর কোনো দেশ থাকে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এন আই পারভেজ ২৭/১২/২০১৭আরও এই রকম কবিতা চাই।
-
কামরুজ্জামান সাদ ০৯/১২/২০১৭তাইত, বিপ্লবীর কোন দেশ থাকে না।
-
সায়েম মুর্শেদ ০৮/১২/২০১৭সীমান্তরেখা দিয়ে সাহস আটকে রাখা যায় না
-
মনোবর ০৮/১২/২০১৭ঠিক!