মেঘনারী
বাতাস বয়ে আনে তোর আকুলতা,
তাই বৃষ্টির কণা হয়ে তোকে
আনখশির ছুঁয়ে যাই আমি।
তোর ইচ্ছের দোলনায় দুলতে দুলতে
আমার স্বপ্নের পালক বুলিয়ে দিই
তোর সংবেদনময় রাজহংসী গ্রীবায়,
তোর শিহরণ হিমালয়ের কোলে ফোটায় ব্রহ্মকমল।
অতএব মাটির এই পৃথিবীতে তোকে
পাওয়া হবে না জানি,
নক্ষত্রের দেশে তুই আমার গলায়
পরিয়ে দিস স্বীকৃতির মেঘমালা।
তাই বৃষ্টির কণা হয়ে তোকে
আনখশির ছুঁয়ে যাই আমি।
তোর ইচ্ছের দোলনায় দুলতে দুলতে
আমার স্বপ্নের পালক বুলিয়ে দিই
তোর সংবেদনময় রাজহংসী গ্রীবায়,
তোর শিহরণ হিমালয়ের কোলে ফোটায় ব্রহ্মকমল।
অতএব মাটির এই পৃথিবীতে তোকে
পাওয়া হবে না জানি,
নক্ষত্রের দেশে তুই আমার গলায়
পরিয়ে দিস স্বীকৃতির মেঘমালা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহিদ সিদ্দিকী আলিফ ০৭/১২/২০১৭একরাশ মুগ্ধতা রেখে গেলাম....
-
মীর মুহাম্মাদ আলী ০৭/১২/২০১৭সুন্দর কবিতা।
-
কে. পাল ০৭/১২/২০১৭Wah wah osadharon
-
কামরুজ্জামান সাদ ০৭/১২/২০১৭তোর শিহরণ হিমালয়ের কোলে ফোটায় ব্রহ্মকমল।
অতএব মাটির এই পৃথিবীতে তোকে পাওয়া হবে না জানি,
নক্ষত্রের দেশে তুই আমার গলায় পরিয়ে দিস
স্বীকৃতির মেঘমালা। -
সাঁঝের তারা ০৬/১২/২০১৭ভাল