অভিশপ্ত
চুপ করে থাকতে পারোনা,
যা চলছে চলুক
যা হচ্ছে হোক নির্বিবাদে,
শব্দ নিয়ে কাজ তোমার
তুমি কেন এগিয়ে যাও
সাড়া দিতে মানুষের আর্তনাদে।
বিচারক নও তুমি,
ক্ষমতার সাথে নেই যোগাযোগ,
তবে কেন শব্দে আঁকো প্রতিবাদের ছবি?
ক্লান্তকন্ঠে জবাব আসে,
"এটাই ভবিতব্য আমার
আমি যে অভিশপ্ত,আমি কবি"।
যা চলছে চলুক
যা হচ্ছে হোক নির্বিবাদে,
শব্দ নিয়ে কাজ তোমার
তুমি কেন এগিয়ে যাও
সাড়া দিতে মানুষের আর্তনাদে।
বিচারক নও তুমি,
ক্ষমতার সাথে নেই যোগাযোগ,
তবে কেন শব্দে আঁকো প্রতিবাদের ছবি?
ক্লান্তকন্ঠে জবাব আসে,
"এটাই ভবিতব্য আমার
আমি যে অভিশপ্ত,আমি কবি"।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২২/০২/২০১৮শুভেচ্ছা প্রিয়
-
আলম সারওয়ার ০৫/১২/২০১৭খুবই ভালো লাগে আমার ।
শুভেচ্ছা থাকল আমার। -
ন্যান্সি দেওয়ান ০৪/১২/২০১৭Good..