দুমলাটের ভেতর
প্রতিবাদী স্বর পুড়ে যায় ষড়যন্ত্রী আগুনে,
কিন্তু শব্দের তো কোনো শরীর নেই,
তাই হৃদয় থেকে হৃদয়ে
বহমান তার ছোঁয়াচে অস্তিত্ব।
কখনোসখনো এই শব্দেরা তাই
অক্ষর হয়ে ওঠে ;আগুনের অক্ষর,
সমস্ত ষড়যন্ত্রের বিপ্রতীপে মানুষ
সেই অক্ষরের সংকলন হাতে তুলে নেয়।
দু'মলাটের ভেতর থেকে উঠে আসে আলো,
ষড়যন্ত্রের অন্ধকার শতধাবিদীর্ণ হয়,
সত্যের একক প্রতিবাদী স্বর
ক্রমশ,ক্রমশই সমস্বর হয়ে ওঠে।
কিন্তু শব্দের তো কোনো শরীর নেই,
তাই হৃদয় থেকে হৃদয়ে
বহমান তার ছোঁয়াচে অস্তিত্ব।
কখনোসখনো এই শব্দেরা তাই
অক্ষর হয়ে ওঠে ;আগুনের অক্ষর,
সমস্ত ষড়যন্ত্রের বিপ্রতীপে মানুষ
সেই অক্ষরের সংকলন হাতে তুলে নেয়।
দু'মলাটের ভেতর থেকে উঠে আসে আলো,
ষড়যন্ত্রের অন্ধকার শতধাবিদীর্ণ হয়,
সত্যের একক প্রতিবাদী স্বর
ক্রমশ,ক্রমশই সমস্বর হয়ে ওঠে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সন্দীপন পাল ২৯/১১/২০১৭দারুন
-
সাইয়িদ রফিকুল হক ২৯/১১/২০১৭ভালো।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৯/১১/২০১৭অনেক সুন্দর ।
-
রায়হান আজিজ ২৯/১১/২০১৭বাহ
-
নাজিবুল হাসান মোল্লা ২৯/১১/২০১৭darun