ঈশ্বর ও কবিতা
আমার সবকিছু কেড়ে নিতে পারো,
শুধু কবি পরিচয় কেড়ে নিতে পারবে না।
লোকে আমাকে কবি বলে কিনা
তাতে আমার কিছু যায় আসে না,
কবিতা আমাকে কবি বলে মেনে নিয়েছে;
অতএব আমি ঈশ্বরেরও পরোয়া করি না।
আর করবই বা কেন?
ঈশ্বর তো আদি অন্ত কবিতা ছাড়া
আর কিছু নয়।
শুধু কবি পরিচয় কেড়ে নিতে পারবে না।
লোকে আমাকে কবি বলে কিনা
তাতে আমার কিছু যায় আসে না,
কবিতা আমাকে কবি বলে মেনে নিয়েছে;
অতএব আমি ঈশ্বরেরও পরোয়া করি না।
আর করবই বা কেন?
ঈশ্বর তো আদি অন্ত কবিতা ছাড়া
আর কিছু নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সন্দীপন পাল ২৮/১১/২০১৭অ ন ব দ্য
-
সাইয়িদ রফিকুল হক ২৮/১১/২০১৭ঈশ্বর তো কবিতার পক্ষে।
-
Mahbubur Rahman ২৮/১১/২০১৭ভাল লেগেছে