পাঠকদের উদ্দেশ্যে
আপনার সঙ্গে একজন কবির কোনো ফারাক নেই,
না সৃষ্টির ক্ষেত্রেও নয়।
বহু কবিই যতটা ভালো লিখতে পারেন
তার চেয়েও আপনি হয়ত ভালো পারেন
সুচারুভাবে আপনার সংসারটা চালাতে,
সেটাকেই বা শিল্প বলবেনা কোন্ মূর্খ।
কবির মতই আপনার যেমন রয়েছে
দুঃখ-যন্ত্রণা,রক্ত ও ঘাম;
তেমনিই আপনার মতই
কবিরও রয়েছে ব্যর্থতা আর সাফল্য।
ব্যতিক্রম বাদ দিলে অধিকাংশই আপনার মত
বা আপনার চেয়েও বেশি সংসারী।
কবির মতই আপনারও রয়েছে কল্পনা ও কথা।
তফাত শুধু এটুকুই যে,
কবিরা মৃত্যুর পরও কথা বলে।
না সৃষ্টির ক্ষেত্রেও নয়।
বহু কবিই যতটা ভালো লিখতে পারেন
তার চেয়েও আপনি হয়ত ভালো পারেন
সুচারুভাবে আপনার সংসারটা চালাতে,
সেটাকেই বা শিল্প বলবেনা কোন্ মূর্খ।
কবির মতই আপনার যেমন রয়েছে
দুঃখ-যন্ত্রণা,রক্ত ও ঘাম;
তেমনিই আপনার মতই
কবিরও রয়েছে ব্যর্থতা আর সাফল্য।
ব্যতিক্রম বাদ দিলে অধিকাংশই আপনার মত
বা আপনার চেয়েও বেশি সংসারী।
কবির মতই আপনারও রয়েছে কল্পনা ও কথা।
তফাত শুধু এটুকুই যে,
কবিরা মৃত্যুর পরও কথা বলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাজা রায়হান ২৭/১১/২০১৭বেশহেয়
-
সন্দীপন পাল ২৭/১১/২০১৭গর্ব হয়।
-
আবু সাইদ লিপু ২৬/১১/২০১৭একমত
-
সাইয়িদ রফিকুল হক ২৬/১১/২০১৭বেশ!
-
কামরুজ্জামান সাদ ২৬/১১/২০১৭অন্যরকম