ছন্দের আলো
ফিরে এলে কেন?
আমি গিয়েছিলামই বা কবে?
আমি তো এখানেই ছিলাম,আছি
চিরন্তন দারিদ্র্য আর চঞ্চলা বৈভবে।
যেটাকে তোমরা যাওয়া বল
ওটা তো গুছিয়ে নেবার বিরতি,
কয়েক ঘন্টার সিগারেট সহবাস
অথবা নিরালায় আত্মরতি।
যাই বল তুমি অথবা নিঃশব্দ
হয় প্রতিবাদ নয়ত অবহেলা,
এর পরেও আছে জীবন
হয় অবগাহন নয়ত ভেসে চলা।
আমি এর কোনোটাই নয়
ডুবসাঁতারে পেরোই জীবন নদী,
দুঃখও নেই আমার
আমায় কাপুরুষ বল যদি।
দিকে দিকে নপুংসকদের জয়জয়াকার
সুবিধাভোগের আশায় নীলাম ইজ্জত,
মুখে কুলুপ আঁটি ভয়ে
বুকে বিদ্রোহ করে হিম্মত।
তবু অপারগ আমি
জন্ম থেকে জড়িয়ে বন্ধনে,
কাম,ক্রোধ,ভালোবাসা এবং
একটি সুখী জীবনের সন্ধানে।
আসলে গিয়েছিলাম সে খোঁজেই
দেখলাম সুখী জীবন আসলে একটা মরীচিকা,
হয় বিকিয়ে দাও বিবেক
নয়ত পর কলঙ্কের জয়টীকা।
সেদিন থেকেই বুঝেছি আমি
ছন্দ গড়ার চেয়ে ছন্দ ভাঙাই বরং ভালো,
দহন জ্বালা না থাকলে
কোথায় পাবে তুমি আলো?
আমি গিয়েছিলামই বা কবে?
আমি তো এখানেই ছিলাম,আছি
চিরন্তন দারিদ্র্য আর চঞ্চলা বৈভবে।
যেটাকে তোমরা যাওয়া বল
ওটা তো গুছিয়ে নেবার বিরতি,
কয়েক ঘন্টার সিগারেট সহবাস
অথবা নিরালায় আত্মরতি।
যাই বল তুমি অথবা নিঃশব্দ
হয় প্রতিবাদ নয়ত অবহেলা,
এর পরেও আছে জীবন
হয় অবগাহন নয়ত ভেসে চলা।
আমি এর কোনোটাই নয়
ডুবসাঁতারে পেরোই জীবন নদী,
দুঃখও নেই আমার
আমায় কাপুরুষ বল যদি।
দিকে দিকে নপুংসকদের জয়জয়াকার
সুবিধাভোগের আশায় নীলাম ইজ্জত,
মুখে কুলুপ আঁটি ভয়ে
বুকে বিদ্রোহ করে হিম্মত।
তবু অপারগ আমি
জন্ম থেকে জড়িয়ে বন্ধনে,
কাম,ক্রোধ,ভালোবাসা এবং
একটি সুখী জীবনের সন্ধানে।
আসলে গিয়েছিলাম সে খোঁজেই
দেখলাম সুখী জীবন আসলে একটা মরীচিকা,
হয় বিকিয়ে দাও বিবেক
নয়ত পর কলঙ্কের জয়টীকা।
সেদিন থেকেই বুঝেছি আমি
ছন্দ গড়ার চেয়ে ছন্দ ভাঙাই বরং ভালো,
দহন জ্বালা না থাকলে
কোথায় পাবে তুমি আলো?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৫/১১/২০১৭
-
কে. পাল ২৫/১১/২০১৭বাহ
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১১/২০১৭ভালো।
-
মীর মুহাম্মাদ আলী ২৪/১১/২০১৭সুন্দর লেখা।অভিনন্দন।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি।