আগুন-আলো
আলোর বৃষ্টিতে ভিজেছি আমি,
আগুনের স্রোতে আজ স্নান করেছি,
প্রতিপক্ষ মৃত্যু জানার নিশ্চয়তায়
সহজেই জীবনের গান ধরেছি।
শুনে কেউ বলতে পারে আদিখ্যেতা,
কেউ বলবে, মৃত্যু নিয়ে লিখছ কেন?
আমার হৃদয় চলবে কোন্ পথে
ভাবছে তারাই ঠিক করে দেবে যেন!
অতএব দুর ছাই সব রইলো পড়ে
ফিরব কখনো হয় এমন যদি,
জীবনের রং রুটে হয় মুখোমুখি-
আলোর তৃষ্ণা আর আগুন-নদী।
আগুনের স্রোতে আজ স্নান করেছি,
প্রতিপক্ষ মৃত্যু জানার নিশ্চয়তায়
সহজেই জীবনের গান ধরেছি।
শুনে কেউ বলতে পারে আদিখ্যেতা,
কেউ বলবে, মৃত্যু নিয়ে লিখছ কেন?
আমার হৃদয় চলবে কোন্ পথে
ভাবছে তারাই ঠিক করে দেবে যেন!
অতএব দুর ছাই সব রইলো পড়ে
ফিরব কখনো হয় এমন যদি,
জীবনের রং রুটে হয় মুখোমুখি-
আলোর তৃষ্ণা আর আগুন-নদী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মীর মুহাম্মাদ আলী ২৪/১১/২০১৭চিন্ত্য ভাল।।কবিকে শুভেচ্ছা।।
-
সাইয়িদ রফিকুল হক ২৩/১১/২০১৭সুন্দর।
-
রায়হান আজিজ ২৩/১১/২০১৭বাহ
-
সোলাইমান ২৩/১১/২০১৭অনুপম কবিতা পাঠে মোহিত প্রিয় কবি।অনন্ত শ্রদ্ধা আপনাকে।ভালো থাকবেন।
-
কামরুজ্জামান সাদ ২৩/১১/২০১৭আলো বৃষ্টিতে ভিজে ধুয়ে যাক সব ক্লান্তি..