ইঁদুর
জীবন এখন ফন্দি এঁটে চলা।
যদিও ফন্দি আঁটতে পারি আমিও,
কিন্তু সে বীজ নষ্ট করেছি আমি
সহজাত সদিচ্ছার তাপে।
নিঃসঙ্গতা সঙ্গী হয় আমার।
যদিও কুছ পরোয়া নেই কারণ-
এটা আমি ঠিকঠাক জানি,
আর তুমিও নিশ্চিত হতে পারো;
এত কিছুর পরেও রাণী জেনো
ইঁদুর হতে পারবোনা আমি।
যদিও ফন্দি আঁটতে পারি আমিও,
কিন্তু সে বীজ নষ্ট করেছি আমি
সহজাত সদিচ্ছার তাপে।
নিঃসঙ্গতা সঙ্গী হয় আমার।
যদিও কুছ পরোয়া নেই কারণ-
এটা আমি ঠিকঠাক জানি,
আর তুমিও নিশ্চিত হতে পারো;
এত কিছুর পরেও রাণী জেনো
ইঁদুর হতে পারবোনা আমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২২/১১/২০১৭আপনার উপলব্ধির দারুন সুন্দর কাব্যায়নে মেধার প্রকাশ।
-
মিটন বনিক বাবু ২২/১১/২০১৭দারুন ভাবনা
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২২/১১/২০১৭বেশ সুন্দর ।
-
সাঁঝের তারা ২১/১১/২০১৭অনবদ্য ...
-
Mahbubur Rahman ২১/১১/২০১৭ভালো লেগেছে
-
সাইয়িদ রফিকুল হক ২১/১১/২০১৭ভালো।