কবিতার নিয়ম
গুটিকয় কবিতায় রেখে যাওয়া
অসংখ্য অজস্র 'আমি'
অথবা ছড়ানো ছেটানো ভগ্নাংশ।
কবির কোনো আশ্রয় নেই।
নেই কোনো ধারকও,
হয়ত তাই এভাবে থেকে যাওয়া
রেখে যাওয়া ভাবীমুখ চেয়ে।
অবিন্যস্ত শব্দে গাঁথা ডি এন এ,
জিন,জিনোম আগামী সংকেত
অঙ্কের অভেদ এখানে অকেজো।
এখানে বিন্যাস ইচ্ছের ঘুঁটি,
নিয়মের পাপ তাকে স্পর্শ করে না।
অসংখ্য অজস্র 'আমি'
অথবা ছড়ানো ছেটানো ভগ্নাংশ।
কবির কোনো আশ্রয় নেই।
নেই কোনো ধারকও,
হয়ত তাই এভাবে থেকে যাওয়া
রেখে যাওয়া ভাবীমুখ চেয়ে।
অবিন্যস্ত শব্দে গাঁথা ডি এন এ,
জিন,জিনোম আগামী সংকেত
অঙ্কের অভেদ এখানে অকেজো।
এখানে বিন্যাস ইচ্ছের ঘুঁটি,
নিয়মের পাপ তাকে স্পর্শ করে না।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২২/১১/২০১৭অতীব সুন্দর । মুগ্ধতা অশেষ ।
-
সাঁঝের তারা ২১/১১/২০১৭মুগ্ধ ...
-
কে. পাল ২১/১১/২০১৭Valo
-
কে. পাল ২১/১১/২০১৭Ok
-
সোলাইমান ২১/১১/২০১৭সুন্দর দ্বিমুখী চিত্র এঁকেছেন কবিতায়।
অশেষ শ্রদ্ধা ও অভিনন্দন প্রিয় কবি আপনাকে।