স্বপ্ন ও বাস্তব
আবিলতার বিপ্রতীপে অনির্বাণ বহ্নিশিখা জাজ্জল্যমান
সুপ্তির খোলস ছিঁড়ে ফেলে চেতনার উদ্ভাসরেখা,
অনিশ্চ্য়তার পথ রোখে পরম প্রত্যয়।
এসব রূপকথা মনে হয়,
স্বপ্নের ক্ষণ গত হলে মুখোমুখি
সমাগত রূঢ় বাস্তবের,
বাস্তবে আলোর চেয়ে অন্নের টান প্রখর।
সুপ্তির খোলস ছিঁড়ে ফেলে চেতনার উদ্ভাসরেখা,
অনিশ্চ্য়তার পথ রোখে পরম প্রত্যয়।
এসব রূপকথা মনে হয়,
স্বপ্নের ক্ষণ গত হলে মুখোমুখি
সমাগত রূঢ় বাস্তবের,
বাস্তবে আলোর চেয়ে অন্নের টান প্রখর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২১/১১/২০১৭অন্নের টান - বাস্তবতা! খুব সুন্দর ...
-
মনোবর ২০/১১/২০১৭ভালো।
-
ন্যান্সি দেওয়ান ২০/১১/২০১৭Nice.
-
সোলাইমান ২০/১১/২০১৭খুব উচ্চতর ভাবনা!!
সাথে রইল ভালোবাসা।।। -
সাইয়িদ রফিকুল হক ২০/১১/২০১৭ভালো।