অজর
আগুনের কাজ পোড়ানো
মানুষের স্বপ্ন দেখা,
সাথীহীন বন্ধুর পথ
তাই সে চলে একা।
স্বপ্নের দেশ কাল নেই
নেই কোনো ধর্ম জাতি,
নরকের অন্ধকারেও
খুঁঁজে নেয় আলোকভাতি।
আগুনে শরীর পোড়ে
মানুষের সত্তা অমর,
স্বপ্নের সুপ্তি আছে
তবু সে চির অজর।
মানুষের স্বপ্ন দেখা,
সাথীহীন বন্ধুর পথ
তাই সে চলে একা।
স্বপ্নের দেশ কাল নেই
নেই কোনো ধর্ম জাতি,
নরকের অন্ধকারেও
খুঁঁজে নেয় আলোকভাতি।
আগুনে শরীর পোড়ে
মানুষের সত্তা অমর,
স্বপ্নের সুপ্তি আছে
তবু সে চির অজর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিমূর্ত পথিক ২০/১১/২০১৭দারুণ লাগলো!
-
সোলাইমান ২০/১১/২০১৭অসাধারণ খুব সুন্দরজীবনমুখী কবিতা । শুভেচ্ছা ও শুভ কামনা রইল প্রিয় কবি
-
লোকনাথ ভট্টাচার্য্য (লো. ভ.) ২০/১১/২০১৭আলোকভাতি এবং অজর শব্দের অর্থ বুঝলাম না। তাই বিষয়টা হৃদয়ঙ্গম করতে পারলাম না সম্পূর্ণ ভাবে