জাগর
তোকে আমি নিরুদ্দেশে নিয়ে যাব
ইচ্ছেপাখির স্বপ্নডানায় করাব সওয়ারী,
আলোর ঝর্ণাধারায় স্নান করাব
দেখবে তোকে ঘাড় ঘুরিয়ে সূর্যমুখী।
আগুন মানে মৃত্যু সেটা জানে সবাই
তার মধ্যে খুঁজব আমি জীবনকণা,
তোর তালুতে রাখব তা পিতৃস্নেহে
নিশ্চিত তা বদলে হবে শস্যদানা।
সে বীজ এনে পুঁতব এ রুক্ষ ভুঁইয়ে
পাষাণ বুকে খুঁজে নেবে জীবনসায়র,
ধরবে মেলে লকলকানো সবুজ পাতা
অন্ধকারে আলোর মত হবে জাগর।
ইচ্ছেপাখির স্বপ্নডানায় করাব সওয়ারী,
আলোর ঝর্ণাধারায় স্নান করাব
দেখবে তোকে ঘাড় ঘুরিয়ে সূর্যমুখী।
আগুন মানে মৃত্যু সেটা জানে সবাই
তার মধ্যে খুঁজব আমি জীবনকণা,
তোর তালুতে রাখব তা পিতৃস্নেহে
নিশ্চিত তা বদলে হবে শস্যদানা।
সে বীজ এনে পুঁতব এ রুক্ষ ভুঁইয়ে
পাষাণ বুকে খুঁজে নেবে জীবনসায়র,
ধরবে মেলে লকলকানো সবুজ পাতা
অন্ধকারে আলোর মত হবে জাগর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
লোকনাথ ভট্টাচার্য্য (লো. ভ.) ১৯/১১/২০১৭জীবনের জয়গান
-
সোলাইমান ১৯/১১/২০১৭অপূর্ব! ভীষণ প্রাসঙ্গিক ইত্যবসরে। কবিকে অশেষ শুভেচ্ছা। এভাবেই এগিয়ে চলুন নিরবচ্ছিন্ন।
-
কামরুজ্জামান সাদ ১৯/১১/২০১৭ঈষৎ ভালো লেগেছে
-
সাঁঝের তারা ১৯/১১/২০১৭সুন্দর
-
মধু মঙ্গল সিনহা ১৯/১১/২০১৭খুব ভালো লাগল কবি।