আকর
পৃথিবীর সব আলো নিভে গেলেও
আলোকশিখা জ্বলে হৃদয়প্রদীপে,
পৃথিবীর সব গান থেমে গেলেও
হৃদয়বীণায় নাচে সুরের লহরী।
মানুষের সব অহংস্তম্ভ মুছে যায়
সময়ের কীর্তিনাশা স্রোতে ,
দেউল,মূর্তি ক্ষয়ে গেলে তবু
একাকিনী মীরা কৃষ্ণপ্রণয়ী।
প্রণয়ের বীজ আপাত জড়
হৃদয়ের মাটি খোঁজে চিরকাল,
সময়ের আলো সংকেত পেলে
হয়ে ওঠে সৃষ্টির আদি আকর।
আলোকশিখা জ্বলে হৃদয়প্রদীপে,
পৃথিবীর সব গান থেমে গেলেও
হৃদয়বীণায় নাচে সুরের লহরী।
মানুষের সব অহংস্তম্ভ মুছে যায়
সময়ের কীর্তিনাশা স্রোতে ,
দেউল,মূর্তি ক্ষয়ে গেলে তবু
একাকিনী মীরা কৃষ্ণপ্রণয়ী।
প্রণয়ের বীজ আপাত জড়
হৃদয়ের মাটি খোঁজে চিরকাল,
সময়ের আলো সংকেত পেলে
হয়ে ওঠে সৃষ্টির আদি আকর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৯/১১/২০১৭বেশ সুন্দর। অনেক শ্রদ্ধা।