শব্দ ও কবিতা
নিজেকে খুব বড় ভাবছো আজকাল
তাই বুঝি খেলছো শব্দ নিয়ে ইকিরমিকির
কবিতার একটা অর্থ আছে জানো
কবিতার একটা বোধ থাকে মানো
তাহলে উত্শৃঙখল হচ্ছো কেন
নিজেকে শাসন করার রীতি গিয়েছ কি ভুলে
তাহলে কবিতার কাছে ক্ষমা চেয়ে নাও
নইলে নিজের পিঠে চাবুক চালাও নিজেই
যদি এটুকুও না করতে পারো
তবে তুমি কিসের কবি
যে কেউই তো অনায়াসে পারে
শব্দের হাড় জুড়ে জুড়ে বানাতে কঙকাল
তুমি আলাদা কিসে যদি তুমি
তাতে দিতে না পারো প্রাণ
সরলতা বলে একটা শব্দ আছে জানো
সেটা হারিয়ে ফেললে কবিতা হয়ে ওঠে
প্রাণহীন শব্দের জঙ্গল ।
তাই বুঝি খেলছো শব্দ নিয়ে ইকিরমিকির
কবিতার একটা অর্থ আছে জানো
কবিতার একটা বোধ থাকে মানো
তাহলে উত্শৃঙখল হচ্ছো কেন
নিজেকে শাসন করার রীতি গিয়েছ কি ভুলে
তাহলে কবিতার কাছে ক্ষমা চেয়ে নাও
নইলে নিজের পিঠে চাবুক চালাও নিজেই
যদি এটুকুও না করতে পারো
তবে তুমি কিসের কবি
যে কেউই তো অনায়াসে পারে
শব্দের হাড় জুড়ে জুড়ে বানাতে কঙকাল
তুমি আলাদা কিসে যদি তুমি
তাতে দিতে না পারো প্রাণ
সরলতা বলে একটা শব্দ আছে জানো
সেটা হারিয়ে ফেললে কবিতা হয়ে ওঠে
প্রাণহীন শব্দের জঙ্গল ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৯/১১/২০১৭কবিতাকে বরং শব্দহীন জঙ্গলে ছুটি দেয়া যাক।
-
মোঃ মুসা খান ১৮/১১/২০১৭যে ধন্যবাদ ভাল লাগল।
-
লোকনাথ ভট্টাচার্য্য (লো. ভ.) ১৮/১১/২০১৭আপনারটি অবশ্যই প্রাণহীন জঙ্গল হয়নি। সুন্দর সহজ। শুভেচ্ছা রইল
-
সোলাইমান ১৮/১১/২০১৭একেবারে সঠিক ভাবনার কবিতা প্রিয় কবিবর।শুভকামনা সকল সময়।