রক্ষাকবচ
তরবারির ভাষা প্রতিশোধ,
আর কলমের প্রতিরোধ,
তাই তরবারি রক্ত মাখে,
আর কলমকে রক্ত দিতে হয়।
চারিদিকে এত রক্ত যে
রাতে কিছুতেই ঘুমোতে পারি না,
যন্ত্রণায় ক্ষতবিক্ষত হই,
প্রচন্ড রাগ ও হতাশায়
চোয়াল শক্ত হয়।
দৃশ্যপট ঝাপসা হয়ে আসে,
তাই কলম তুলে নিই।
কলমের শিরায় ভরে দিই
ক্ষতবিক্ষত হৃদয়ের রক্ত,
তারপর কলম নিয়ে
তরবারির সামনে দাঁড়াই।
ভয় পাইনা কারণ,
পৃথিবীর কোনো তরবারিই
কবিতার রক্ষাকবচ ভেদ করতে পারেনা।
আর কলমের প্রতিরোধ,
তাই তরবারি রক্ত মাখে,
আর কলমকে রক্ত দিতে হয়।
চারিদিকে এত রক্ত যে
রাতে কিছুতেই ঘুমোতে পারি না,
যন্ত্রণায় ক্ষতবিক্ষত হই,
প্রচন্ড রাগ ও হতাশায়
চোয়াল শক্ত হয়।
দৃশ্যপট ঝাপসা হয়ে আসে,
তাই কলম তুলে নিই।
কলমের শিরায় ভরে দিই
ক্ষতবিক্ষত হৃদয়ের রক্ত,
তারপর কলম নিয়ে
তরবারির সামনে দাঁড়াই।
ভয় পাইনা কারণ,
পৃথিবীর কোনো তরবারিই
কবিতার রক্ষাকবচ ভেদ করতে পারেনা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিটন বনিক বাবু ১৮/১১/২০১৭অসাধারন
-
লোকনাথ ভট্টাচার্য্য (লো. ভ.) ১৮/১১/২০১৭প্রথম চারটে লাইন অসাধারণ
-
মনোবর ১৮/১১/২০১৭ভালো।
-
সোলাইমান ১৮/১১/২০১৭দারুণ ।দারুণ ।শুভেচ্ছা জানবেন প্রিয় কবি বন্ধু ।ভালো থাকবেন ।
-
কামরুজ্জামান সাদ ১৮/১১/২০১৭বাহ!
-
মীর মুহাম্মাদ আলী ১৮/১১/২০১৭সুন্দর কবিতা।কবিকে শুভেচ্ছা।