আমার মৃত্যুকে
যদি তুমি মৃত্যুই হবে
তবে কেন ঘুরছ আমার আশেপাশে,
সাহস করে ছুঁয়েই দেখ না
নাকি ভয় পাচ্ছ জীবনের
ছোঁয়াচ লেগে যাবে।
জানি কবিতায় এসব কথা বলেনা কেউ
তবু দিচ্ছি তোমায় চ্যালেঞ্জ ছুঁড়ে,
পারো যদি ছোঁও তো আমায়
তোমার মুরোদ দেখি ,
পায়ের তলায় সরষে আমার
আমি চলি উড়ে।
ভবঘুরে রাজা আমি মহাবিশ্বের
ইচ্ছেমত হেথায় হোথায় বসাই সভা,
ইতিহাসের বুকে কবিতা লিখি
আগুনের কলম দিয়ে,
ওমা দেখি আমাকে অবাক করে
ফুটে ওঠে রক্তজবা।
কি হল ঢোঁক গিলছ কেন
আহা খুব ভয় পেয়েছ বুঝি,
ভয় পেয়োনা এসো আমার কাছে
দিনরাত্রি আমার চারপাশে
আমি তোমাকেই তো খুঁজি।
তারা সব অন্য কবি
যারা খেলে তোমার সঙ্গে লুকোচুরি,
রাখে অজুহাতে মুখ ঢাকা,
আমি সেই কবে থেকে
আগুনের কলম নিয়ে অপেক্ষাতে,
তোমার বুকেই পুঁতব আমার জয়পতাকা।
তবে কেন ঘুরছ আমার আশেপাশে,
সাহস করে ছুঁয়েই দেখ না
নাকি ভয় পাচ্ছ জীবনের
ছোঁয়াচ লেগে যাবে।
জানি কবিতায় এসব কথা বলেনা কেউ
তবু দিচ্ছি তোমায় চ্যালেঞ্জ ছুঁড়ে,
পারো যদি ছোঁও তো আমায়
তোমার মুরোদ দেখি ,
পায়ের তলায় সরষে আমার
আমি চলি উড়ে।
ভবঘুরে রাজা আমি মহাবিশ্বের
ইচ্ছেমত হেথায় হোথায় বসাই সভা,
ইতিহাসের বুকে কবিতা লিখি
আগুনের কলম দিয়ে,
ওমা দেখি আমাকে অবাক করে
ফুটে ওঠে রক্তজবা।
কি হল ঢোঁক গিলছ কেন
আহা খুব ভয় পেয়েছ বুঝি,
ভয় পেয়োনা এসো আমার কাছে
দিনরাত্রি আমার চারপাশে
আমি তোমাকেই তো খুঁজি।
তারা সব অন্য কবি
যারা খেলে তোমার সঙ্গে লুকোচুরি,
রাখে অজুহাতে মুখ ঢাকা,
আমি সেই কবে থেকে
আগুনের কলম নিয়ে অপেক্ষাতে,
তোমার বুকেই পুঁতব আমার জয়পতাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (নয়ন) ১৬/১১/২০১৭খুব ভাল
-
সোলাইমান ১৬/১১/২০১৭খুব ভালো-
অনেক অনেক শুভেচ্ছা। -
তনুর ভাই ১৬/১১/২০১৭আগুনের কলমের কালির রং কোনটা!! All the best
-
মধু মঙ্গল সিনহা ১৬/১১/২০১৭সুন্দর উপস্থাপনা