গর্ব করে বলব
মানুষের স্রোত দেখেছো তুমি মিছিলে
আদর্শ বা অন্নের টানে জমায়েত,
আমি দেখেছি লক্ষ শরণার্থী
প্রাণের দায়ে নিজ দেশ গেছে ভুলে।
দেশ মানে কি শুধুই টুকরো ভূখণ্ড?
ভালোবাসা,আবেগ এসব নয় কি কিছুই?
কাঁটাতার সীমানা আঁকে না শুধু
আঁকে দুর্লঙঘ্য মানবিক বিভাজনরেখা।
আমার শিরায়ও আদিম যাযাবরের রক্ত
বিশ্বজোড়া শরণার্থীর মাঝেই আমার দেশ,
ধর্মবিচার করছ যারা মনে যেন রেখো
ধর্ম নয়; মানুষই ধর্মের পিতা।
অতএব,গরব সে বোলো হাম হিন্দু হ্যায়,
গরব সে বোলো হাম মুসলিম,
অপেক্ষায় থাকি, সেই দিন কবে আসবে যখন
গর্ব করে বলব-আমরা মানুষ।
আদর্শ বা অন্নের টানে জমায়েত,
আমি দেখেছি লক্ষ শরণার্থী
প্রাণের দায়ে নিজ দেশ গেছে ভুলে।
দেশ মানে কি শুধুই টুকরো ভূখণ্ড?
ভালোবাসা,আবেগ এসব নয় কি কিছুই?
কাঁটাতার সীমানা আঁকে না শুধু
আঁকে দুর্লঙঘ্য মানবিক বিভাজনরেখা।
আমার শিরায়ও আদিম যাযাবরের রক্ত
বিশ্বজোড়া শরণার্থীর মাঝেই আমার দেশ,
ধর্মবিচার করছ যারা মনে যেন রেখো
ধর্ম নয়; মানুষই ধর্মের পিতা।
অতএব,গরব সে বোলো হাম হিন্দু হ্যায়,
গরব সে বোলো হাম মুসলিম,
অপেক্ষায় থাকি, সেই দিন কবে আসবে যখন
গর্ব করে বলব-আমরা মানুষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৫/১১/২০১৭সুন্দর মানবতা ...
-
সাইয়িদ রফিকুল হক ১৫/১১/২০১৭ভালো লাগলো।
-
শান্ত চৌধুরী ১৫/১১/২০১৭অনবদ্য কাব্য
-
সোলাইমান ১৫/১১/২০১৭অসাধারণ কবিতা পাঠ করে মুগ্ধ
হলাম।অনেক শুভেচ্ছা কবিবর।।।।।