একলা খেলা
খোকন আমার, সোনা আমার, কি দেখছিস চেয়ে
তুই কি কিচ্ছু বুঝিস - আমার দিন কাটে কি নিয়ে?
বাবা যে তোর বিদেশ গেছে, সোনার হরিণ ধরে
কচি আদর ফুরিয়ে যাচ্ছে, ডলার খুঁজে ফিরে।
যাবে যেদিন, মাঘের রাত্রি – আমার পেটে হাত রেখে
‘ স্বপ্ন রইল তোমার ভেতর - থেকো দুজন সুখে ’
স্বপ্ন আমার, স্বপ্ন রে তুই, পরের চৈত্র মাসে
কষ্ট শেষে মিষ্টি খেলনা - কাঁদে আবার হাসে
খেলনা রে তুই দুই হৃদরের, একলা খেলছি আমি
একলা খেলতে ভাল্লাগেনা - হৃদয় বিরাণভূমি।
এলবাম ভরে বাড়ছে ছবি– শুধু আমি আর তুই
বড় হয়ে অবাক হবি – ‘মাগো, বাবা ছিল কই?’
তোর অন্নপ্রাসন, জন্মদিনে লোকে বাড়ি ভাসে
কত শিশু বাবার কোলে - চিকন ঈর্ষা আসে।
তা তা কথা, এক পা দু পা - শুধু তাকিয়ে আমি রই
দেখাবো ডেকে, ফুটছে কুঁড়ি - আমার সেই মানুষ কই?
কান্না আমার উথাল-পাথাল, মেঘনার বান চোখে
তোর বাবারও কি অগ্নিজ্বালা, দুহাতে মুখ ঢাকে?
একই তুফান তুষের আগুন, দুইটা সাগর দূরে
চাতক কান্দে – মেঘেরা দূত, পিঊ-কাহার সুরে।
খোকারে তুই ডাক দে জোরে - বাবা উড়াল দিবে
তোর দুই গালেতে যুগল চুমো - আসবে সে দিন কবে?
তুই কি কিচ্ছু বুঝিস - আমার দিন কাটে কি নিয়ে?
বাবা যে তোর বিদেশ গেছে, সোনার হরিণ ধরে
কচি আদর ফুরিয়ে যাচ্ছে, ডলার খুঁজে ফিরে।
যাবে যেদিন, মাঘের রাত্রি – আমার পেটে হাত রেখে
‘ স্বপ্ন রইল তোমার ভেতর - থেকো দুজন সুখে ’
স্বপ্ন আমার, স্বপ্ন রে তুই, পরের চৈত্র মাসে
কষ্ট শেষে মিষ্টি খেলনা - কাঁদে আবার হাসে
খেলনা রে তুই দুই হৃদরের, একলা খেলছি আমি
একলা খেলতে ভাল্লাগেনা - হৃদয় বিরাণভূমি।
এলবাম ভরে বাড়ছে ছবি– শুধু আমি আর তুই
বড় হয়ে অবাক হবি – ‘মাগো, বাবা ছিল কই?’
তোর অন্নপ্রাসন, জন্মদিনে লোকে বাড়ি ভাসে
কত শিশু বাবার কোলে - চিকন ঈর্ষা আসে।
তা তা কথা, এক পা দু পা - শুধু তাকিয়ে আমি রই
দেখাবো ডেকে, ফুটছে কুঁড়ি - আমার সেই মানুষ কই?
কান্না আমার উথাল-পাথাল, মেঘনার বান চোখে
তোর বাবারও কি অগ্নিজ্বালা, দুহাতে মুখ ঢাকে?
একই তুফান তুষের আগুন, দুইটা সাগর দূরে
চাতক কান্দে – মেঘেরা দূত, পিঊ-কাহার সুরে।
খোকারে তুই ডাক দে জোরে - বাবা উড়াল দিবে
তোর দুই গালেতে যুগল চুমো - আসবে সে দিন কবে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সহিদুল হক ১৯/০৯/২০১৩ছন্দময় কবিতাটা পড়তে বেশ ভালই লাগে।
-
Înšigniã Āvî ১৯/০৯/২০১৩বেদনাময় কবিতা
-
ওয়াহিদ ১৯/০৯/২০১৩প্রবাস জীবন বড়ই কষ্টের ......