১৩ নভেম্বর ২০১৫
১৩ নভেম্বর ২০১৫
---সুহেল ইবনে ইসহাক
ফ্রান্সের জন্য হয়ে গেল এক
আনলাকি থার্টিন,
সাতটি জায়গায় বোমা মেরে
বাজায় সুখের বিণ I
স্বীকার করছে আই.এস-এ.
বোমা মারছে প্যারিসে,
সেই বোমাতে খেলা, কনসার্ট
লন্ড ভন্ড হইগেছে.
মানবতার শত্রু এরা
চিন্হিত সব সন্ত্রাসী,
ওদের নিয়ে আজ কেন
আমার সবাই উদাসী ?
কেউ বাসেনা ওদের ভালো
দেয় যে শুধু ধিক্কার,
ধ্বংস ওদের হবেই জানি
বিজয় হেতু মানবতার .
জাগতে হবে, জাগাতে হবে
মনে নিয়ে তেজ,
গড়ব সবাই শান্তিময়
এক গ্লোবাল ভিলেজ.
রচনাকাল : ১৪ নভেম্বর ,২০১৫
টরন্টো, কানাডা
---সুহেল ইবনে ইসহাক
ফ্রান্সের জন্য হয়ে গেল এক
আনলাকি থার্টিন,
সাতটি জায়গায় বোমা মেরে
বাজায় সুখের বিণ I
স্বীকার করছে আই.এস-এ.
বোমা মারছে প্যারিসে,
সেই বোমাতে খেলা, কনসার্ট
লন্ড ভন্ড হইগেছে.
মানবতার শত্রু এরা
চিন্হিত সব সন্ত্রাসী,
ওদের নিয়ে আজ কেন
আমার সবাই উদাসী ?
কেউ বাসেনা ওদের ভালো
দেয় যে শুধু ধিক্কার,
ধ্বংস ওদের হবেই জানি
বিজয় হেতু মানবতার .
জাগতে হবে, জাগাতে হবে
মনে নিয়ে তেজ,
গড়ব সবাই শান্তিময়
এক গ্লোবাল ভিলেজ.
রচনাকাল : ১৪ নভেম্বর ,২০১৫
টরন্টো, কানাডা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান রাফি ২৯/১১/২০১৫খুব ভাল লাগলো।