বাংলা মায়ের সন্তান
বাংলা মায়ের সন্তান
-- ইবনে ইসহাক
হাজার কোটি টাকা দিয়ে
কেনা যায়না যা,
লক্ষ্ কোটি টাকা দিয়েও
মিলবে নাযে তা.
সে যে হলো সুখপাখি
থাকে অচিনপুরে,
টাকাওয়ালা মানুষ থেকে
রয় অনেক দুরেI
অর্থ বৃত্ত আনে কারো
বুক ভরা দুখ,
মোটা কাপড়, মোটা ভাতে
আছে মহা সুখ I
অনেক কষ্ট ওদের তবু
মুখ ভরা হাসি,
বাংলা মায়ের সন্তান সবাই
বাংলা ভালোবাসি I
-- ইবনে ইসহাক
হাজার কোটি টাকা দিয়ে
কেনা যায়না যা,
লক্ষ্ কোটি টাকা দিয়েও
মিলবে নাযে তা.
সে যে হলো সুখপাখি
থাকে অচিনপুরে,
টাকাওয়ালা মানুষ থেকে
রয় অনেক দুরেI
অর্থ বৃত্ত আনে কারো
বুক ভরা দুখ,
মোটা কাপড়, মোটা ভাতে
আছে মহা সুখ I
অনেক কষ্ট ওদের তবু
মুখ ভরা হাসি,
বাংলা মায়ের সন্তান সবাই
বাংলা ভালোবাসি I
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২২/০৪/২০১৬দারূন
-
মুরাদ হোসেন ২৪/১০/২০১৫দারূণ
-
সমরেশ সুবোধ পড়্যা ২৪/১০/২০১৫খুব সুন্দর
-
শমসের শেখ ২৪/১০/২০১৫স্বদেশ প্রীতি ভালোলাগলো
-
বিমূর্ত পথিক ২৩/১০/২০১৫চমত্কার লেখনী।
-
এইচ আই হাবীব ২৩/১০/২০১৫সুন্দর
-
মুরাদ হোসেন ২৩/১০/২০১৫ভালো লাগল
-
পরশ ২৩/১০/২০১৫সুন্দর