www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পূর্নিমা রাতে মুড়িয়া আওড়

পূর্নিমা রাতে মুড়িয়া আওড়
----------------------
(গীতি কবিতা)
(সিলেটি আঞ্চলিক ভাষার প্রয়োগ রয়েছে)
---সুহেল ইবনে ইসহাক


বর্ষা কালে পূর্নিমা রাতে
বন্ধুরা সব এখসাথে,
বেড়াইতে লাগত ভাল
বৈঠা নৌকা নিয়া,
নৌকা বাইয়া চলতাম আমরা
মুড়িয়া আওড় দিয়া II

আহাদ মামুর মিষ্টি গলা
গাইত বাউল সারি গান,
গানর লগে নাও দৌড়াইয়া
জুড়াইতাম মন প্রাণ,
আসাব উদ্দিন, সরওয়ার ভাই,
আহাদ মামু আর আলতা ভাই ,
সাথে ছিল আরো কত জনা,
আইজ শুধু টেখা ফইসা
দৌড়াইতাছি না বইসা,
আর কতকাল চলব ইলা
জিগাইরে মনা,
নৌকা বাইয়া চলতাম আমরা
মুড়িয়া আওড় দিয়া II

দিন খাটতো খতো বালায়
আজকে খে কোথায় গেলায় ,
জিগাইরে মন তুমায়,
ইয়াদ আছেনি ইতা?
আগর সময় বালাউ আছিল
রঙ্গে ঢঙ্গে দিন কাল গেছিল
খত স্মৃতি খথা !
জানি,যেদিন গেছে সেদিন আর
ফিরিয়া আইতনায়,
ফেলে আওয়া স্মৃতি গুলা
ভুলা যাইতনায়,
তার বাদেও আশায় থাকি
হখল স্মৃতি মনে রাখি,
সুহেল ইসহাক খয়, নাইরে বাকি
আইবো সেদিন ফিরা,
নৌকা বাইয়া চলতাম আমরা
মুড়িয়া আওড় দিয়া II
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast