www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রাজকন্যা রাজপূত

রাজকন্যা রাজপূত
---- সুহেল ইবনে ইসহাক


আমার মাহফুজা আমার চোখের মনি,
আমার রিফাত সোনা ,প্রিয় জাদুমনি I
দুই কানেতে সদা তোদের কিচির মিচির শুনি,
তোদের নিয়ে আগামীর সুখের স্বপন বুনি I
আমার মাহফুজা আমার চোখের মনি,
আমার রিফাত সোনা ,প্রিয় জাদুমনি I

কল্প রাজ্যের রাজপূত রিফাত মাহফুজা রাজকন্যা,
তোদের নিয়েই পূর্ণ জীবন রাজ্যে সুখের বন্যা I
তোরাই আমার জীবন মরণ এই কথাটা জানি I
আমার মাহফুজা আমার চোখের মনি,
আমার রিফাত সোনা ,প্রিয় জাদুমনি I

জেনে রাখো জাদু সোনা প্রিয় চোখের মনি ,
তোরাই আমার এ ধরাতে খাঁটি সোনার খনি I
আমার মাহফুজা আমার চোখের মনি,
আমার রিফাত সোনা ,প্রিয় জাদুমনি I

খোদা তোদের সাথে আছে মানি বা না মানি,
তোরাই হবে খোদার প্রিয় এই কথাটাই জানি I
আমার মাহফুজা আমার চোখের মনি,
আমার রিফাত সোনা ,প্রিয় জাদুমনি I
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুন আবেগ অনুভূতির কবিতা।
  • ভালো লাগলো ।
  • আপনার আবেগের প্রতি শ্রদ্ধা রেখে বলছি , একই অন্তমিল বারবার ব্যবহার করাতে , কাব্যভাব ক্ষুণ্য হয়েছে। ছন্দর দিকে আরেকটু মনোযোগ প্রয়োজন।
 
Quantcast