www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাতাসে ধানের গন্ধ

বাতাসে ধানের গন্ধ
----সুহেল ইবনে ইসহাক


বাতাসে ধানের মৌ মৌ গন্ধ,
বিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে গ্রাম থেকে গ্রামান্তরে I
সবুজ ধানের মাঠ আমি দেখেছি ; অপরুপা
বাংলার চিরন্তন চিরচেনা সৌন্ধর্য I
সোনালী ফসলি মাঠের রূপ যেন নবযৌবনা,
দেহ সুখের অনুভূতিতে আন্দোলিত করা নবরুপাকে হার মানায় I
প্রথম দেখা কোন ষষ্টাদশীর উত্তাল রূপ সুধা পানে যে পুরুষউন্মাদ ;
যুবতীর অপরূপ সৌন্ধর্য , পাগল করা কায়া ,
মাতাল করা গন্ধমাখা তনু ,
উদ্বেলিত করা প্রেমের প্রথম আবেশ,
বাতাসে ধানের মৌ মৌ গন্ধ ;
পাগল মন, করে সেই প্রেমসুধার অবগাহন I
প্রসন্ন প্রানের স্রোত,হেমন্তের নিঃসঙ্গ বাতাসে
হলুদ পাখিটির ন্যায় উড়তে থাকে I
চোখে ঘুম নেই,তবুও নেই ক্লান্তির ছাপ;
চোখে অশ্রু নেই শুধু সুগন্ধিতে মত্ত চিত্তানন্দ;
মনে প্রশ্ন নেই,কি পেলাম কি দিয়েছো মা আমায় ?
শুধু বাতাসে মন পাগল করা ধানের মৌ মৌ গন্ধ I
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast