মায়ের আঁচল(গীতি কবিতা)
মায়ের আঁচল(গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক
কোথায় গেলে পাবো বলো অসীম স্বাদের শুটকি বর্তা , কারী,
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী II
এ ধরাতে কত মানুষ, দেখেছি যে কত শত ,
মা যে আমার সবার সেরা , অনন্তকাল অবিরত I
মায়ের মুখের হাসির তরে এ জীবন দিবার পারি II
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী I
কোথায় গেলে পাবো বলো অসীম স্বাদের শুটকি বর্তা , কারী,
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী II
আমার শোকে মায়ের চোখে অশ্রু ঝরে টলমল ,
পৃথিবীর সব সুখের আধার ,আমার মায়ের আঁচল I
মায়ের স্নেহ তারও বেশি , এ ধরায় আছে যত বারি II
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী I
কোথায় গেলে পাবো বলো অসীম স্বাদের শুটকি বর্তা , কারী,
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী II
--সুহেল ইবনে ইসহাক
কোথায় গেলে পাবো বলো অসীম স্বাদের শুটকি বর্তা , কারী,
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী II
এ ধরাতে কত মানুষ, দেখেছি যে কত শত ,
মা যে আমার সবার সেরা , অনন্তকাল অবিরত I
মায়ের মুখের হাসির তরে এ জীবন দিবার পারি II
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী I
কোথায় গেলে পাবো বলো অসীম স্বাদের শুটকি বর্তা , কারী,
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী II
আমার শোকে মায়ের চোখে অশ্রু ঝরে টলমল ,
পৃথিবীর সব সুখের আধার ,আমার মায়ের আঁচল I
মায়ের স্নেহ তারও বেশি , এ ধরায় আছে যত বারি II
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী I
কোথায় গেলে পাবো বলো অসীম স্বাদের শুটকি বর্তা , কারী,
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী II
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুহেল ইবনে ইসহাক ০৫/০৯/২০১৫Thanks to all
-
হিরণ্য হারুন ০৫/০৯/২০১৫পড়ে ভালো
-
দ্বীপ সরকার ০৪/০৯/২০১৫পড়ে ভালো লাগলো।
-
আশিরুল মন্ড্ল ০৩/০৯/২০১৫ভালো লাগ্ল।
-
স্বাধীন আমিনুল ইসলাম ০৩/০৯/২০১৫ভাল