www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মায়ের আঁচল(গীতি কবিতা)

মায়ের আঁচল(গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক

কোথায় গেলে পাবো বলো অসীম স্বাদের শুটকি বর্তা , কারী,
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী II

এ ধরাতে কত মানুষ, দেখেছি যে কত শত ,
মা যে আমার সবার সেরা , অনন্তকাল অবিরত I
মায়ের মুখের হাসির তরে এ জীবন দিবার পারি II
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী I
কোথায় গেলে পাবো বলো অসীম স্বাদের শুটকি বর্তা , কারী,
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী II

আমার শোকে মায়ের চোখে অশ্রু ঝরে টলমল ,
পৃথিবীর সব সুখের আধার ,আমার মায়ের আঁচল I
মায়ের স্নেহ তারও বেশি , এ ধরায় আছে যত বারি II
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী I
কোথায় গেলে পাবো বলো অসীম স্বাদের শুটকি বর্তা , কারী,
আমার কাছে মা যে আমার এ ধরার সেরা নারী II
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast